পাকড়াও: গ্রেফতারের পরে তিন অভিযুক্ত। নিজস্ব চিত্র
অষ্টমীর ভোরে কর্তব্যরত অস্থায়ী হোমগার্ডদের মারধর করার অভিযোগে গ্রেফতার করা হল তিন যুবককে। অভিযোগ, প্রকাশ্য রাস্তায় মদ্যপানের প্রতিবাদ করাতেই ওই যুবকেরা টহলদার দুই হোমগার্ডের উপরে হামলা চালায়। শুক্রবার ঘটনাটি ঘটেছে বালিতে।
পুলিশ জানায়, ধৃতদের নাম শিবনাথ দত্ত, বিশু দাস ও হিমাংশু পাণ্ডে। তাদের আর এক সঙ্গী দীপ দত্ত ওই হোমগার্ডদের এক জনের মোবাইল ছিনিয়ে নিয়ে চম্পট দিয়েছে বলেও অভিযোগ। ওই চার জনই বেলুড়ের রাজেন শেঠ লেনের বাসিন্দা। অন্য দিকে, নিগৃহীত দুই অস্থায়ী হোমগার্ড, বুলবুল মণ্ডল এবং শুভজিৎ দাসকে বেলুড় শ্রমজীবী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রের খবর, এ দিন ভোর সাড়ে ৪টে নাগাদ জিটি রোডে টহল দিচ্ছিলেন বালি থানার ওই দুই হোমগার্ড। সেই সময়ে তাঁরা দেখেন, বাদামতলার পেট্রল পাম্পের সামনে একটি গাড়ির ছাদে বসে মদ্যপান করছে ওই চার যুবক। গাড়িটি রাস্তার প্রায় মাঝখানে দাঁড় করিয়ে রাখায় বালি থেকে বেলুড়ের দিকে যাওয়ার রাস্তায় অন্য গাড়ির অসুবিধা হচ্ছিল। বুলবুল ও শুভজিৎ ওই যুবকদের গাড়ি সরাতে এবং প্রকাশ্যে মদ্যপান বন্ধ করতে বলেন। অভিযোগ, তখনই ওই যুবকেরা নেমে এসে তাঁদের মারধর শুরু করে।
‘পাঞ্চার’-এর মতো বস্তু দিয়ে আঘাত করায় হাতে, মাথায় চোট পান বুলবুল ও শুভজিৎ। কোনও মতে ফোন করে থানায় খবর দেন তাঁরা। তখনই বুলবুলের মোবাইল কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে বালি থানা থেকে পুলিশ আসতেই গাড়ি ফেলে চার যুবক পালানোর চেষ্টা করে। পুলিশ তাড়া করে তিন জনকে ধরে ফেললেও দীপ পালিয়ে যায়। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। গাড়িটি আটক করেছে পুলিশ। পাঞ্চারটিও পাওয়া গিয়েছে।
আরও পড়ুন: মেয়ের দেহ নিয়ে দু’দিন বাড়িতে বৃদ্ধ