Howrah

পুলিশকে নিগ্রহে হাওড়ায় ধৃত ২৪

অভিযোগ, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন, মারধর করেন। এমনকি অনেকগুলি দোকানে ভাঙচুরও করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২১ ০১:৪১
Share:

প্রতীকী ছবি।

হাওড়ার নাজিরগঞ্জ এলাকার পোদরায় পুলিশের উপরে হামলা, ভাঙচুর, অবৈধ জমায়েত-সহ একাধিক অভিযোগে সোমবার গভীর রাতে ২৪ জনকে গ্রেফতার করা হয়। সাঁকরাইল থানার অধীন নাজিরগঞ্জ ফাঁড়ির পুলিশ তাদের গ্রেফতার করে। ধৃতদের মঙ্গলবার হাওড়া আদালতে তোলা হলে তিন জনের দু’দিনের পুলিশি হেফাজত এবং বাকি ২১ জনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

Advertisement

পোদরার আজাদনগর এলাকার নিউ বস্তির বাসিন্দা, কলেজছাত্রী রুকসার খাতুনের (২২) দেহ গত শনিবার, ১৬ জানুয়ারি বাড়ি থেকে বেশ কিছু দূরে একটি পুকুরে ভাসতে দেখেন স্থানীয় মানুষ। গত ৫ তারিখ সন্ধ্যা থেকে ওই ছাত্রী নিখোঁজ ছিলেন। দেহ উদ্ধারের পর থেকেই এলাকার লোকজন ওই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে নাজিরগঞ্জ ফাঁড়ি ও রাস্তা অবরোধ করেন। ওই একই অভিযোগে সোমবার সকাল থেকে দফায় দফায় হাওড়ার আন্দুল রোড অবরোধ করেন তাঁরা। দোষীদের চিহ্নিত করা ও শাস্তির দাবিতে রাতে রাস্তা অবরোধ ও মোমবাতি মিছিল করেন এলাকাবাসী।

অভিযোগ, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন, মারধর করেন। এমনকি অনেকগুলি দোকানে ভাঙচুরও করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। নামানো হয় র‌্যাফ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে দফায় দফায় লাঠি চালাতে হয়। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া, দোকান ভাঙচুর-সহ একাধিক কারণে বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement