Arrest

স্থানীয় ক্লাবকে চাঁদা দিতে অস্বীকার, চিকিৎসকের গাড়ি ভাঙচুর বেহালায়, গ্রেফতার দুই অভিযুক্ত

এক চিকিৎসককে ভয় দেখানো এবং তাঁর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল বেহালায়। ঘটনাটি ঘটেছে রাজা রামমোহন রোডে। এই ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করেছে বেহালা থানার পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৪ ২৩:০৬
Share:
An image of Arrest

—প্রতীকী চিত্র।

স্থানীয় ক্লাবকে চাঁদা দিতে অস্বীকার করায় এক চিকিৎসককে ভয় দেখানো এবং তাঁর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল বেহালায়। ঘটনাটি ঘটেছে রাজা রামমোহন রোডে। এই ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করেছে বেহালা থানার পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বেহালার রাজা রামমোহন রোডের বাসিন্দা অরূপনন্দন দাস অধিকারী পেশায় এক জন চিকিৎসক। এলাকারই স্থানীয় একটি ক্লাবের সচিব ঝণ্টু মণ্ডল এবং ক্লাবের অন্য সদস্যরা গত কয়েক দিন ধরেই অরূপকে চাপ দিচ্ছিলেন ক্লাবকে ১০ হাজার টাকা চাঁদা দেওয়ার জন্য। সেই চাঁদা দিতে তিনি অস্বীকার করায় তাঁকে ‘দেখে নেওয়া’রও হুমকি দেওয়া হয়েছিল। এর পরই সোমবার তাঁর গাড়ি ভাঙচুর করেন অভিযুক্তেরা। এর পরেই পুলিশের কাছে ক্লাবের বেশ কয়েক জন সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই চিকিৎসক।

পুলিশ তরফ থেকে জানানো হয়েছে, চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে ক্লাবটির সচিব ঝণ্টু মণ্ডল এবং অভিজিৎ চক্রবর্তী নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement