—প্রতীকী ছবি।
সাধু সেজে বয়স্ক মহিলাদের গয়না লুটের অভিযোগে ১১ জনকে গ্রেফতার করল লালবাজারের ওয়াচ সেকশন। ধৃতদের সকলেই উত্তরাখণ্ডের উধম সিংহ নগরের বাসিন্দা। বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হলে বিচারক ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
পুলিশ সূত্রের খবর, অভিযুক্তেরা একাধিক দলে ভাগ হয়ে চার জন করে দু’টি বাইক নিয়ে বেরোত। তাদের লক্ষ্য ছিলেন বয়স্ক মহিলারা। এক জায়গায় বাইক রেখে অভিযুক্তেরা বিভিন্ন এলাকায় ঢুকে আলাদা হয়ে যেত। এক প্রতারক বয়স্ক মহিলাদের কাছে গিয়ে নানা কথা বলে ভয় দেখাত। সে সময়ে বাকি তিন জন ওই প্রতারকের পায়ে পড়ে বলত, ‘‘বাবা, আপনার কথায় আমাদের পুণ্য লাভ হয়েছে। আমার সব পাপ শুদ্ধ হয়ে গিয়েছে। আপনি ধন্য!’’ এ ভাবে সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করত অভিযুক্তেরা।
পুলিশ জেনেছে, ‘‘সন্তান বা স্বামীর অকাল মৃত্যু হবে’, ‘‘পরিবারের অনর্থ হবে’’ ইত্যাদি নানা কথার ফাঁদে প্রতারকেরা বয়স্ক মহিলাদের জানাত, তাঁদের গয়না শোধন করলেই পাপ মোচন হবে। সেই কথা শুনে ওই মহিলারা হাতের আংটি, গলার চেনের মতো সোনার গয়না জালিয়াতদের দিয়ে দিতেন। এর পরেই ‘সাধু’ বলত, ‘‘গয়না শোধন প্রক্রিয়া দেখা যাবে না। পিছন ফিরে দাঁড়াও। হয়ে গেলে জানাব।’’ ভয় পেয়ে ওই বয়স্ক মহিলারা পিছনে ঘোরা মাত্রই গয়না নিয়ে চম্পট দিত প্রতারকেরা।
সূত্রের খবর, গত দু’দিনে টালিগঞ্জ, ভবানীপুর, বেহালা ও পর্ণশ্রী থানায় এ ধরনের চারটি অভিযোগ জমা পড়ে। এর পরেই তদন্তে নামেন লালবাজারের গোয়েন্দা বিভাগের ওয়াচ সেকশনের আধিকারিকেরা। তাঁরা মনে করছেন, দিন কয়েক আগে ধৃতেরা শহরে এসেছিল। তবে চুরি যাওয়া গয়না এখনও উদ্ধার হয়নি। চারটি থানা এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে উত্তরাখণ্ডের রেজিস্ট্রেশন নম্বরের বাইক চিহ্নিত করেছেন তদন্তকারীরা। সেটির খোঁজ চলছে।