Crime

সংস্থার কর্মীর ভেক ধরে গায়েব ৭০ লক্ষ, জালে প্রতারক

পুলিশ সূত্রের খবর, হেয়ার স্ট্রিট থানার আর এন মুখার্জি রোডের একটি সংস্থা গত বছরের ডিসেম্বরে অভিযোগ করে, তাদের সংস্থায় কয়েক বছর ধরে এজেন্ট হিসেবে কাজ করছে শুভব্রত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২০ ০২:৫১
Share:

প্রতীকী ছবি।

সংস্থার প্রতিনিধি সেজে ৭০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম শুভব্রত চট্টোপাধ্যায়। মঙ্গলবার তাকে আদালতে তোলা হলে বিচারক ৫ জানুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। ব্যাঙ্কশাল আদালতের সরকারি কৌঁসুলি অভিজিৎ চট্টোপাধ্যায় জানান, প্রতারণার অন্য একটি মামলায় গত সপ্তাহে শুভব্রতকে গ্রেফতার করেছিল বৌবাজার থানার পুলিশ। তার পর থেকে সে ওই থানার পুলিশি হেফাজতে ছিল। এ দিন সেখান থেকেই অভিযুক্তকে আদালতে তোলা হয়।

Advertisement

পুলিশ সূত্রের খবর, হেয়ার স্ট্রিট থানার আর এন মুখার্জি রোডের একটি সংস্থা গত বছরের ডিসেম্বরে অভিযোগ করে, তাদের সংস্থায় কয়েক বছর ধরে এজেন্ট হিসেবে কাজ করছে শুভব্রত। প্রথম দিকে ভাল ব্যবসা দেওয়ার কারণে সংস্থার সুনজরে ছিল সে। পুলিশের দাবি, সেই সুযোগে অন্য একটি সংস্থার নাম করে প্রায় ৭০ লক্ষ টাকার জিনিসের বরাত দেয় শুভব্রত। নিয়মমাফিক তার মাধ্যমেই ওই সামগ্রী সরবরাহ করা হয়। কিন্তু বকেয়া বিল আদায় করতে গিয়ে আর এন মুখার্জি রোডের সংস্থাটি জানতে পারে, যে সংস্থায় ওই সামগ্রী সরবরাহ করা হয়েছিল, তারা সেই জিনিস পায়নি। উল্টে তাদের নাম করে ওই জিনিস হাতিয়ে চম্পট দিয়েছে শুভব্রত।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, অভিযুক্ত ব্যক্তি ওই একই কায়দায় আরও কয়েকটি সংস্থা থেকে টাকা আত্মসাৎ করেছে। এর পরেই বৌবাজার থানায় প্রতারণার মামলায় গ্রেফতার হওয়ার খবর শুনে খোঁজ নিয়ে তদন্তকারীরা শুভব্রতের নাম জানতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement