ছবি পিটিআই।
মাঝেমধ্যেই কালো মেঘে দু’এক পশলা বৃষ্টিতে ভিজছে কলকাতা ও সংলগ্ন এলাকা। কিন্তু বর্ষার সেই চেনা ছন্দ এখনও কার্যত অধরা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে।
শুক্র ও শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনভর বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্য দিকে,ওড়িশায় থাকা নিম্নচাপের দরুন সমুদ্র তীরবর্তী এলাকায় হাওয়ার তীব্রতা বেশি থাকবে। শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
চলতি সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতে সে ভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে সেখানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।