জলমগ্ন কলকাতার রাস্তাঘাট। —নিজস্ব ছবি।
রাতভর তুমুল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা। গত কয়েক বছরে ফেব্রুয়ারি মাসে কলকাতায় এত বৃষ্টি হয়নি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলের পর থেকে পরিস্থিতির উন্নতি হবে। ধীরে ধীরে সরবে কালো মেঘ।
তবে দক্ষিণবঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তুলনায় এবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।
পশ্চিমি ঝঞ্ঝার সঙ্গে পূবালি হাওয়ার সংঘাতের জেরে গত রবিবার থেকে রাজ্যজুড়ে বৃষ্টি চলছে।হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিচলবে। সঙ্গে কোথাও কোথাও বইবেঝোড়ো হাওয়া।
জলে ভেসে যাওয়া আর্মহাস্ট স্ট্রিট। —নিজস্ব ছবি।
আরও পড়ুন: কলকাতায় তিন দিনেই বৃষ্টি-রেকর্ড ফেব্রুয়ারির
নবান্নেই পনজি স্কিম! মুখ্যমন্ত্রীর কানে যেতে বন্ধ
এদিন ভোর রাত থেকে তুমুল বৃষ্টির জেরে, দমদম, বেহালা, আমহার্স্ট স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ, ঠনঠনিয়া, খিদিরপুর-সহ কলকাতার বহু জায়গায় জল জমে যায়। সে কারণে সকাল থেকেই রাস্তায় যান চলাচলে প্রভাব পড়ে। বিভিন্ন পাম্পিং স্টেশনগুলি চালু রয়েছে। পুরসভার তরফে জানানো হয়েছে, দ্রুত জল নেমে যাবে।