শীতের সকালে কলকাতা ময়দান। ছবি শাটার স্টক।
বড়দিনে কলকাতায় নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম। তবে দক্ষিণবঙ্গ জুড়ে ভালই ঠান্ডা মালুম হবে। পৌষের শুরুতে পাহাড় থেকে সমতল কনকনে ঠান্ডায় কাঁপতে শুরু করে। কলকাতার তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ১১ ডিগ্রির ঘরে। গত কয়েক দিন ঝোড়ো ইনিংসের পর, কিছুটা ঢিমে তালে ব্যাটিং শুরু করেছে শীত। চড়েছে পারদ। তবে আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন, হতাশ হওয়ার কারণ নেই, সপ্তাহ শেষে ফের নামবে পারদ।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৫.২ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। চিড়িয়াখানাতে ভিড় উপচে পড়েছে। সায়েন্স সিটি, ইকো পার্ক-সহ কলকাতার দর্শনীয়স্থানগুলিতে ভালই ভিড় হচ্ছে। সেজে উঠেছে পার্কস্ট্রিট চত্বর। ভিড় বাড়ছে পানশালা, রেস্তরাঁয়।
তবে পাহাড়ে জমজমাট শীত উপভোগ করছেন পর্যটকেরা। দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ৪.৪ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পং ৭.৫, শিলিগুড়ি ৮.৯, পানাগড় ৯.৪ ডিগ্রি। দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ঘোরাফেরা করছে ১০ থেকে ১২ ডিগ্রির ঘরে।
আরও পড়ুন: তৃণমূলের পাল্টা সভা কাঁথিতে, ঘরের মাঠে আজ শুভেন্দুর অগ্নিপরীক্ষা
আরও পড়ুন: বিশ্বভারতীর শতবর্ষে আমন্ত্রণই পাননি মুখ্যমন্ত্রী, দাবি তৃণমূলের