Kolkata Metro

এক বারে একাধিক যাত্রীর টিকিট কাটার সুবিধা মেট্রোর অ্যাপেও

নতুন ব্যবস্থায় যাত্রা শুরুর আগে যে কোনও যাত্রী স্মার্টফোন থেকে অ্যাপের মাধ্যমে অনলাইনে কিউআর কোড যুক্ত টিকিট কাটতে পারবেন। সেই টিকিট মোবাইলে চলে এলে তিনি সহযাত্রীদের নিয়ে মেট্রো স্টেশনে প্রবেশ করতে পারবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৫ ০৯:৪১
Share:
সর্বাধিক চার জন যাত্রীর টিকিট কাটা যাবে।

সর্বাধিক চার জন যাত্রীর টিকিট কাটা যাবে। —প্রতীকী চিত্র।

কলকাতা মেট্রোর নিজস্ব অ্যাপ থেকে এ বার এক সঙ্গে একাধিক যাত্রীর জন্য কিউআর কোড যুক্ত টিকিট কাটা যাবে। ‘মেট্রো রাইড কলকাতা’ অ্যাপে বৃহস্পতিবার থেকে এই
সুবিধা শুরু হয়েছে। এর আগে মেট্রোর বুকিং কাউন্টার থেকে বিক্রি করা কিউআর কোড যুক্ত কাগজের টিকিটে ওই সুবিধা চালু করা হয়েছিল। নতুন ব্যবস্থায় যাত্রা শুরুর আগে যে কোনও যাত্রী স্মার্টফোন থেকে অ্যাপের মাধ্যমে অনলাইনে কিউআর কোড যুক্ত টিকিট কাটতে পারবেন। সেই টিকিট মোবাইলে চলে এলে তিনি সহযাত্রীদের নিয়ে মেট্রো স্টেশনে প্রবেশ করতে পারবেন।

Advertisement

এই ব্যবস্থায় একসঙ্গে সর্বাধিক চার জন যাত্রীর টিকিট কাটা যাবে। তবে, যে যাত্রী মোবাইলের অ্যাপ থেকে কিউআর কোডের টিকিট কাটবেন, তাঁকেই সেই কিউআর কোড মেট্রো স্টেশনের স্বয়ংক্রিয় গেটের স্ক্যানারের সামনে ধরে অন্য যাত্রীদের ঢোকা বা বেরোনোর ব্যবস্থা করতে হবে। একে একে বাকিরা পেরিয়ে গেলে শেষ বার নির্দিষ্ট কোড স্ক্যান করে ওই যাত্রী নিজে ঢুকতে বা বেরোতে পারবেন। আপাতত ওই টিকিট পরীক্ষামূলক ভিত্তিতে অ্যাপ থেকে কেটে অন্য যাত্রীকে পাঠানোর সুযোগও থাকছে। তবে, সে ক্ষেত্রে যাত্রীদের সকলকে একসঙ্গে সফর করতে হবে।

এ ছাড়াও, মেট্রোর নিজস্ব অ্যাপে যাত্রীদের আলফা-নিউমেরিক (শব্দ এবং সংখ্যার সমন্বয়ে তৈরি) পাসওয়ার্ড ভুলে গিয়ে লগ-ইন করার ক্ষেত্রে সমস্যা এড়াতে নতুন ব্যবহারকারীদের ক্ষেত্রে পাসওয়ার্ডের পরিবর্তে চার সংখ্যার পিন চালু করা হয়েছে। বিভিন্ন ব্যাঙ্কিং সংস্থার অ্যাপের মতোই কাজ করবে ওই চার সংখ্যার পিন। চাইলে পুরনো ব্যবহারকারীরাও পাসওয়ার্ড ব্যবস্থার বদল করে নতুন চার সংখ্যার পিন ব্যবস্থার আওতায় আসতে
পারবেন বলে জানিয়েছেন মেট্রোরেল কর্তৃপক্ষ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement