প্রতীকা ছবি।
কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা এবং ষষ্ঠ বেতন কমিশন অবিলম্বে চালু করার দাবিতে আজ, বৃহস্পতিবার কলকাতা পুরসভার সদর দফতরের সামনে অবস্থান বিক্ষোভ করবে যৌথ সংগ্রামী মঞ্চ।
প্রথমে তারা অনশনের কর্মসূচি নিয়েছিল। কিন্তু কলকাতা পুলিশ তাতে অনুমতি না দেওয়ায় অনশন থেকে সরে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে তারা। যৌথ সংগ্রামী মঞ্চের দাবি, অবস্থানে পুলিশের আপত্তি নেই।