কেকে। ফাইল চিত্র।
গায়ক কেকে’র মৃত্যুকে কার্যত খুনের ঘটনা বলে দাগিয়ে দিল বিজেপি এবং সিপিএম।
কেকের মৃত্যুর ঘণ্টা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খান। তাঁর দাবি, গায়ক কেক-র মৃত্যুটি অস্বাভাবিক ঘটনা। এর তদন্ত করুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বৃহস্পতিবার বলেন, ‘‘যেখানে আড়াই হাজার লোক বসতে পারেন না, সেখানে প্রায় সাড়ে সাত হাজার মানুষ ঢুকেছেন। এত চাপে যেখানে এসি কাজ করছে না, চিৎকার-চেঁচামেচি চলছে, নেতারা বলছেন ‘আর একটা আর একটা’, সেই সময়ে তিনি দমবন্ধ করা পরিস্থিতিতে ঘাম মুছছেন।’’ তাঁর অভিযোগ, ‘‘তৃণমূলের লোকেরা তাঁকেও ( কেকে) জোর করে মেরে দিল। এক জন শিল্পীকে ছাড়ল না, খুন করে দিল।’’ দিলীপের অভিযোগ উড়িয়ে তৃণমূলের মুখপাত্র তাপস রায় বলেন, ‘‘দিলীপ ঘোষের মতো বিজেপি নেতারা রাজ্য সম্পর্কে অর্বাচীনের মতো কথা বলার ফল পেয়েছেন। এইরকম একটা দুঃখজনক মৃত্যুর পরেও কুৎসা করে চলেছেন।’’
কেকে-র মৃত্যুর ঘটনায় খুনের মামলা রুজুর দাবি তুলেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও। তিনি বলেন, ‘‘তৃণমূল ক্ষমতায় এসে বলল, কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ থাকবে না। তা হলে ছাত্র সংসদ উৎসব করছে কী করে? অনুষ্ঠানে নকল কার্ড বিক্রি করা হয়েছে। সেই কার্ড আটকানো হয়নি কেন? ওটা সরকারি সংস্থার প্রেক্ষাগৃহ। অগ্নিনির্বাপণ যন্ত্র থেকে গ্যাস ছড়ানো হল কেন?’’ সেলিমের বক্তব্য খারিজ করে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘বিদেশ সফরে গিয়ে কোনও নেতার মৃত্যু হলে কি সেই দেশের দিকে আঙুল তোলা হবে? অর্থহীন কথা।’’
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।