Khardaha

Khardaha By Election: সিপিএমের সান্ত্বনা পুরস্কার, খড়দহে বিজেপি-র থেকে এগিয়ে ছিলেন বাম প্রার্থী

বিধানসভা ভোটে সিপিএম প্রার্থী ছিলেন তৃতীয় স্থানে। উপনির্বাচনের প্রাথমিক প্রবণতা অনুযায়ী, বিজেপি-কে সরিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল বামেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়দহ শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২১ ১১:১৬
Share:

প্রাথমিক প্রবণতা অনুযায়ী তৃণমূলের পর দ্বিতীয় স্থানে রয়েছে সিপিএম। গ্রাফিক— শৌভিক দেবনাথ।

খড়দহে তৃণমূল প্রার্থীর চেয়ে বহু পিছিয়ে থাকলেও দ্বিতীয় স্থানে রয়েছে সিপিএম। তৃতীয় স্থানে বিজেপি। কাজল সিংহের মৃত্যুতে খড়দহ কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। উপনির্বাচনে তৃণমূলের হয়ে খড়দহে প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। বিজেপি প্রার্থী করেছে জয় সাহাকে। অন্য দিকে দেবজ্যোতি দাস, সিপিএম প্রার্থী হিসেবে একুশের নীলবাড়ির লড়াইয়ের পর লড়ছেন এ বারও।

Advertisement

প্রাথমিক প্রবণতা বিচার করলে বাকি তিন কেন্দ্রের সঙ্গে খড়দহের ফলাফলে বিশেষ কোনও পার্থক্য নেই। তবে চোখে পড়ার মতো ব্যাপার হল, সাম্প্রতিক কালে সম্ভবত এই প্রথম, প্রাথমিক প্রবণতা অনুযায়ী প্রথম কয়েক রাউন্ডের গণনায় বিজেপি-কে সরিয়ে দ্বিতীয় স্থানে সিপিএম প্রার্থীর উঠে আসা।

এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত খড়দহ কেন্দ্রে প্রথম কয়েক রাউন্ড ভোট গণনা শেষ হয়েছে। তাতে দেখা যাচ্ছে তৃণমূল প্রার্থী শোভনদেব এগিয়ে প্রায় ২০ হাজার ভোটে। দ্বিতীয় স্থানে বিজেপি-কে সরিয়ে উঠে এসেছেন বাম প্রার্থী দেবজ্যোতি। প্রথম সাত রাউন্ড গণনা শেষে সিপিএম প্রার্থী বিজেপি প্রার্থীকে ১,১০৫ ভোটে পিছনে ফেলে এগোচ্ছেন। তবে শোভনদেবের ধারেকাছে নেই বিরোধীরা।

Advertisement

একুশের নীলবাড়ির লড়াইয়ে খড়দহ কেন্দ্রে তৃতীয় স্থানে শেষ করেছিলেন দেবজ্যোতি। পেয়েছিলেন ২৬,৯১৬ ভোট। যা মোট প্রদত্ত ভোটের ১৪.৭০ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী পেয়েছিলেন ৬১,৬৬৭ ভোট, অর্থাৎ ৩৩.৬৭ শতাংশ ভোট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement