সাক্ষীদের ভয় দেখিয়ে ধৃত

অপর্ণা বাগ হত্যা মামলায় সাক্ষীদের ভয় দেখানোর অভিযোগে বিজয় মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। তার বিরুদ্ধে অপর্ণার পরিবারকে দশ লক্ষ টাকার বিনিময়ে মামলা তুলে নেওয়ার প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কৃষ্ণনগর শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৫ ০৩:০৩
Share:

অপর্ণা বাগ হত্যা মামলায় সাক্ষীদের ভয় দেখানোর অভিযোগে বিজয় মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। তার বিরুদ্ধে অপর্ণার পরিবারকে দশ লক্ষ টাকার বিনিময়ে মামলা তুলে নেওয়ার প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। অপর্ণা-হত্যা মামলায় অভিযুক্তদের সঙ্গে বিজয়ের ঘনিষ্ঠ যোগ আছে, দাবি সরকারি আইনজীবী বিকাশ মুখোপাধ্যায়ের। তিনি বলেন, ‘‘লঙ্কা-সহ অন্য আসামীদের হয়ে বিজয়ই সাক্ষীদের চাপ দিচ্ছিল বলে তদন্তে উঠে এসেছে।’’ ২৩ নভেম্বর জমি দখলে বাধা দিতে গিয়ে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হন অপর্ণাদেবী। তাঁর বড় মেয়ে নীলিমা বাগের অভিযোগ, ‘‘বিজয় বাবাকে ১০ লক্ষ টাকা দিয়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার প্রস্তাব দেয়। তা ফিরিয়ে দিয়েছি। আমরা চাই খুনিদের সাজা হোক।’’ এ দিন বিজয় মণ্ডলের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় কৃষ্ণনগর আদালত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement