State news

‘নাগরিক হিসাবে লজ্জিত, ক্ষমাপ্রার্থী’, ডাক্তারদের পাশে থেকে টুইট কৌশিকের

ঘটনার দিন যাঁরা হামলা চালিয়েছিলেন জুনিয়র ডাক্তারদের উপর, তাঁদের প্রতি ধিক্কার জানিয়েছেন নিজের টুইটার পোস্টে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ জুন ২০১৯ ০৯:০৬
Share:

পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। —ফাইল চিত্র।

এনআরএস কাণ্ডে জট আরও পাকিয়ে গিয়েছে। আন্দোলন এবং কর্মবিরতিতে আরও অনড় হয়ে পড়েছেন চিকিৎসকেরা। এই পরিস্থিতিতে ডাক্তারদের পাশে দাঁড়ালেন জাতীয় পুরস্কার প্রাপ্ত চিত্র পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। ঘটনার দিন যাঁরা হামলা চালিয়েছিলেন জুনিয়র ডাক্তারদের উপর, তাঁদের প্রতি ধিক্কার জানিয়েছেন নিজের টুইটার পোস্টে।

Advertisement

টুইটার অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘তোমায় চিনি না, তবু বলছি, দ্রুত ভালো হয়ে ওঠো তুমি। নাগরিক হিসেবে লজ্জিত লাগছে খুব। কার হয়ে জানি না, তবু ক্ষমাপ্রার্থী আমরা। আজকাল কোথাকার রাগ কোথায় প্রকাশ করছে মানুষ!!! ছিঃ!!!’ তাঁর পোস্টকে সমর্থন জানিয়েছেন আরও অনেক সাধারণ মানুষ। পোস্টের প্রত্যুত্তরে তাঁরা প্রত্যেকেই ডাক্তারদের পাশে দাঁড়িয়েছেন।

সোমবার রাতে চিকিৎসক হেনস্থার প্রতিবাদ-আন্দোলন গড়িয়েছে ৬০ ঘণ্টারও বেশি। নিরাপত্তা চেয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ছিল আন্দোলনকারীদের। কিন্তু বৃহস্পতিবার এসএসকেএম-এ গিয়ে চিকিৎসকদের হুঁশিয়ারি দেওয়ায় চিকিৎসকেরা আরও বেঁকে বসেন। মুখ্যমন্ত্রী নিঃশর্ত ক্ষমা না চাওয়া পর্যন্ত তাঁরা আন্দোলনে অনড় থাকার সিদ্ধান্ত নেন।

Advertisement

আরও পড়ুন: জুলুমবাজদের ক্ষেপিয়ে তোলা, লেলিয়ে দেওয়া বন্ধ কবে হবে? প্রশ্ন কমলেশ্বরের

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement