Jute Mill

চটকল শ্রমিকদের জন্য

অনাদিবাবু, দেবাশিসবাবুরা অভিযোগ করেছেন, কিছু চটকল কর্তৃপক্ষ লকডাউনের মধ্যেই শ্রমিকদের দিয়ে কাজ করাচ্ছেন, কোথাও কোথাও তৈরি পণ্য বার করার জন্য দালাল নিয়োগ করা হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২০ ০৫:৪৮
Share:

প্রতীকী ছবি।

সরকারের ঘোষণা সত্ত্বেও অধিকাংশ চটকলেই লকডাউনের সময়ের জন্য শ্রমিকদের মজুরি মিলছে না বলে অভিযোগ। সরকারি নির্দেশ মেনে সব চটকলে শ্রমিকদের যাতে লকডাউনের সময়ে মজুরি দেওয়ার ব্যবস্থা হয়, স্থানীয় থানার মাধ্যমে জেলাশাসকদের কাছে সেই দাবি জানাল বিসিএমইউ, এনইউজেডব্লিউ, এফসিএমইউ-সহ চটশিল্পের সঙ্গে যুক্ত ২১টি ইউনিয়ন। অনাদি সাহু, দেবাশিস দত্ত, গণেশ সরকার-সহ শ্রমিক নেতাদের দাবি, গোন্দলপাড়া, ইন্ডিয়া জুট, ওয়েভারলি, কানোরিয়া জুটমিল-সহ যে কারখানাগুলি বন্ধ, সেখানকার শ্রমিকদেরও লকডাউনের সময়ে আর্থিক সহায়তা দেওয়া হোক। অনাদিবাবু, দেবাশিসবাবুরা অভিযোগ করেছেন, কিছু চটকল কর্তৃপক্ষ লকডাউনের মধ্যেই শ্রমিকদের দিয়ে কাজ করাচ্ছেন, কোথাও কোথাও তৈরি পণ্য বার করার জন্য দালাল নিয়োগ করা হচ্ছে। এ সবের জেরে নৈরাজ্য ও বিশৃঙ্খলা তৈরি হতে পারে বলে প্রশাসনকে সর্তক করেছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement