Justice Abhijit Gangopadhyay

‘দেবের সিনেমা খুব ভাল লেগেছে’, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য এজলাসে, শুনে ‘প্রধান’ কী বলছেন?

কলকাতা হাই কোর্টের এজলাসে বসে দেবের প্রশংসা করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর মুখে প্রশংসা শুনে দিল্লিতে সংসদে দাঁড়িয়েই এই নিয়ে মন্তব্য করলেন ঘাটালের তৃণমূল সাংসদ তথা নায়ক।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:০১
Share:

(বাঁ দিকে) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দেব। — ফাইল চিত্র।

তৃণমূল সাংসদ দেবের সিনেমা খুব ভাল লেগেছে। হাই কোর্টে এজলাসে বসে জানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির কথায়, ‘‘গতকাল প্রধান সিনেমা দেখতে গিয়েছিলাম। সিনেমাটা আমার খুব ভাল লেগেছে।’’ বিচারপতির মুখে প্রশংসা শুনে দিল্লিতে সংসদে দাঁড়িয়েই মুখ খুললেন দেব। জানালেন, এটা ‘বিশাল গর্বের বিষয়’।

Advertisement

বৃহস্পতিবার বিচারপতি গঙ্গোপাধ্যায় এজলাসে বসে বলেন, ‘‘আমি বুধবার ৭০ টাকা দিয়ে টিকিট কেটে সিনেমাটা দেখলাম। সিনেমাহলের এক জন আধিকারিক আমায় এসে বললেন, আপনি কেন টিকিট কাটছেন? আপনার টিকিটের জন্য টাকা লাগবে না। এমনকি আপনার জন্য আসনও বরাদ্দ রয়েছে। আমি তাঁকে বলেছি, সিনেমা দেখলে টিকিট কাটবই। তবে আপনি যেখানে খুশি আমাকে বসাতে পারেন। তাতে আমার আপত্তি নেই।’’ এর পরেই দেবের সেই সিনেমার প্রশংসা করেন বিচারপতি।

প্রশংসা শুনে দেব জানালেন, এটা তাঁর কাছে গর্বের বিষয়। তাঁর কথায়, ‘‘যে কোনও চরিত্র যদি কারও ভাল লাগে এবং সেই মানুষটা যদি অভিজিৎদা হয়ে থাকেন, সেটা বিশাল গর্বের বিষয়। ছবির এক জন শিল্পী, অভিনেতা, প্রযোজক হিসাবে খুবই উত্তেজিত ওঁর এই ভালবাসার শব্দগুলো পেয়ে।’’ দেব আরও বলেন, ‘‘বিচারপতির এই প্রশংসা অনুপ্রেরণা দেবে, যাতে আগাম ছবিতে আরও ভাল কাজ করতে পারি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement