হাসপাতালে ভর্তি সুরঞ্জন

মাথায় যন্ত্রণা, বুক ধড়ফড়, বমি-বমি ভাব উপসর্গ রয়েছে দু’জনেরই। উচ্চ রক্তচাপ এবং ডায়াবিটিসের সমস্যা থাকায় সুরঞ্জনবাবুকে আইসিইউ-এ রাখা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৯ ০২:৪২
Share:
বেসরকারি হাসপাতালে ভর্তি যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাস।—ফাইল চিত্র।

বেসরকারি হাসপাতালে ভর্তি যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাস।—ফাইল চিত্র।

বিশ্ববিদ্যালয় চত্বরে বৃহস্পতিবারের প্রবল অশান্তির মধ্যে অসুস্থ হয়ে পড়ায় যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাস এবং সহ-উপাচার্য প্রদীপকুমার ঘোষকে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। মাথায় যন্ত্রণা, বুক ধড়ফড়, বমি-বমি ভাব উপসর্গ রয়েছে দু’জনেরই। উচ্চ রক্তচাপ এবং ডায়াবিটিসের সমস্যা থাকায় সুরঞ্জনবাবুকে আইসিইউ-এ রাখা হয়েছে। হাসপাতালে ভর্তির সময় তাঁর রক্তচাপ ছিল ১৬০/৯০। সহ-উপাচার্যের রক্তচাপ ছিল ১৪০/১০০। তাঁদের ইসিজি করা হয়েছে। হাসপাতাল-কর্তৃপক্ষ জানান, দু’জনকেই পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement