হাসপাতালে ভর্তি সুরঞ্জন

মাথায় যন্ত্রণা, বুক ধড়ফড়, বমি-বমি ভাব উপসর্গ রয়েছে দু’জনেরই। উচ্চ রক্তচাপ এবং ডায়াবিটিসের সমস্যা থাকায় সুরঞ্জনবাবুকে আইসিইউ-এ রাখা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৯ ০২:৪২
Share:

বেসরকারি হাসপাতালে ভর্তি যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাস।—ফাইল চিত্র।

বিশ্ববিদ্যালয় চত্বরে বৃহস্পতিবারের প্রবল অশান্তির মধ্যে অসুস্থ হয়ে পড়ায় যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাস এবং সহ-উপাচার্য প্রদীপকুমার ঘোষকে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। মাথায় যন্ত্রণা, বুক ধড়ফড়, বমি-বমি ভাব উপসর্গ রয়েছে দু’জনেরই। উচ্চ রক্তচাপ এবং ডায়াবিটিসের সমস্যা থাকায় সুরঞ্জনবাবুকে আইসিইউ-এ রাখা হয়েছে। হাসপাতালে ভর্তির সময় তাঁর রক্তচাপ ছিল ১৬০/৯০। সহ-উপাচার্যের রক্তচাপ ছিল ১৪০/১০০। তাঁদের ইসিজি করা হয়েছে। হাসপাতাল-কর্তৃপক্ষ জানান, দু’জনকেই পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement