খড়দহে প্রয়াত বিধায়ক কাজল সিংহের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানিয়ে এলেন বিজেপি প্রার্থী জয় সাহা। নিজস্ব চিত্র।
উপনির্বাচনে ভোটের প্রচারে গিয়ে প্রয়াত তৃণমূল নেতার বাড়ি গিয়ে শ্রদ্ধা জানিয়ে এলেন বিজেপি প্রার্থী। রবিবার সকালে খড়দহ স্টেশন রোডের শান্তিনগর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছিলেন বিজেপি প্রার্থী জয় সাহা। ওই এলাকাতেই বাড়ি বিধানসভা নির্বাচনে খড়দহ আসনের জয়ী প্রার্থী প্রয়াত কাজল সিংহের। বাড়ি বাড়ি প্রচার করতে করতেই যান প্রয়াত নেতার বাড়িতে। বাড়িতে গিয়ে প্রয়াত নেতার স্ত্রী নন্দিতা সিংহের কাছে কাজলের ছবিতে মাল্যদানের অনুমতি চান। অনুমতি দেন নন্দিতা।
কাজলের ছবিতে প্রণাম করে শ্রদ্ধা জানিয়ে জয়ের ভোটে জয় আর্শীবাদ চান তাঁর স্ত্রীর কাছে। কিন্তু নন্দিতা জবাব দেন, তিনি তৃণমূল পরিবারের সদস্য। তাই বিজেপি প্রার্থীকে জয়ের আর্শীবাদ দেওয়া সম্ভব নয়। পাল্টা জয় তাঁর রাজনৈতিক জীবন নিষ্কলঙ্ক হওয়ার আশীর্বাদ চান। শুভেচ্ছা জানিয়ে জয়কে বিদায় দেন নন্দিতা। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জয় বলেন, ‘‘কাজলবাবু খড়দহের ভূমিপুত্র ছিলেন। আমিও খড়দহের ভূমিপুত্র। নিজের জনপ্রিয়তার কারণেই বিধানসভা ভোটে বড় ব্যবধানে জয় পেয়েছিলেন তিনি। তাই তাঁর মতো মানুষকে শ্রদ্ধা জানানো আমার মতো রাজনীতির ছাত্রের কাছে জরুরি ছিল। তাঁকে শ্রদ্ধা জানালাম, সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের আশীর্বাদ নিয়ে এলাম।’’
প্রসঙ্গত, বিধানসভা ভোটে অমিত মিত্র সরে দাঁড়ানোয় খড়দহ পুরসভার পুর প্রশাসক কাজল সিংহকে প্রার্থী করে তৃণমূল। ভোটের প্রচার করতে করতেই করোনায় আক্রান্ত হন। ফলাফল ঘোষণার আগেই ২৫ এপ্রিল বেলেঘাটা আইডি হাসপাতালে প্রয়াত হন তিনি। ফল ঘোষণার দিন দেখা যায় বিজেপি প্রার্থী শীলভদ্র দত্তকে ২৮ হাজার ভোটে হারিয়ে জয়ী হয়েছেন কাজল। কিন্তু যে হেতু তিনি প্রয়াত হয়েছেন, তাই ওই আসনে উপনির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়ে। আগামী ৩০ অক্টোবর খড়দহ-সহ রাজ্যের আরও চারটি কেন্দ্রে ভোট হবে। খড়দহে তৃণমূল প্রার্থী হয়েছেন বর্ষীয়ান তৃণমূল নেতা তথা রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
বিজেপি প্রার্থীর এ ভাবে প্রয়াত তৃণমূল নেতার বাড়িতে শ্রদ্ধা জানাতে যাওয়া নিয়ে শোভনদেব বলেন, ‘‘একজন প্রয়াত বিধায়কের বাড়িতে একজন প্রার্থী শ্রদ্ধা জানাতে গিয়েছেন। তিনি যেতেই পারেন, এ নিয়ে আমার কোনও প্রতিক্রিয়া নেই।’’