ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে ১৭ থেকে ২৬ ডিসেম্বর অস্থায়ী মঞ্চ গড়ে ধর্না দিতে চায় ডাক্তারদের সংগঠন। — ফাইল চিত্র।
এ বার ডোরিনা ক্রসিংয়ে ধর্নায় বসতে চায় চিকিৎসকদের সংগঠনের মঞ্চ জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্স। অনুমতি চেয়ে কলকাতা পুলিশকে রবিবার ইমেল করলেন সদস্যেরা। তাঁদের দাবি মূলত দু’টি, সিবিআইকে দ্রুত অতিরিক্ত চার্জশিট জমা করতে হবে। আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়ার ক্ষেত্রে সিবিআইকে বাধা দেওয়া চলবে না।
রবিবার কলকাতার পুলিশ কমিশনারকে একটি ইমেল করেছে চিকিৎসকদের পাঁচ সংগঠন নিয়ে তৈরি মঞ্চ জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্স। তারা জানিয়েছে, ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে ১৭ থেকে ২৬ ডিসেম্বর অস্থায়ী মঞ্চ গড়ে ধর্না দিতে চায়। আরজি কর-কাণ্ডের প্রতিবাদে এবং স্বাস্থ্যক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে মূলত এই প্রতিবাদ কর্মসূচি করতে চাইছেন সদস্যেরা। সংগঠনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে, এই শান্তিপূর্ণ অবস্থানের কারণে সাধারণ মানুষের কোনও সমস্যা হবে না। নিরাপত্তাও বিঘ্নিত হবে না। ইমেলে নাম রয়েছে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্সের যুগ্ম কনভেনার পুণ্যব্রত গুণ এবং হীরালাল কোনারের।
পুজোর আগে ধর্মতলার রানি রাসমণি এভিনিউয়ে আমরণ অনশনে বসেছিলেন জুনিয়র ডাক্তারেরা। ১০ দফা দাবি ছিল তাঁদের। সে বার পুলিশকে ইমেল করে অনুমতি চেয়েছিল জুনিয়র ডাক্তারদের সংগঠন। যদিও পুলিশ অনুমতি দেয়নি। সে সময় পুলিশের বক্তব্য ছিল, পুজোর আগে ধর্মতলা এলাকায় ভিড় বেশি থাকে। তাই সেখানে অবস্থান কর্মসূচি চললে সাধারণ মানুষের সমস্যা হবে। ধর্মতলায় যান চলাচল নিয়ন্ত্রণেও সমস্যা হতে পারে। সেই কারণেই ডাক্তারদের কর্মসূচিতে অনুমতি দেওয়া যাচ্ছে না। যদিও তার পরেও অনশনে বসেছিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারেরা। এ বার পুলিশ অনুমতি দেয় কি না, সেটাই দেখার।