রাজ্যপালের সঙ্গে দেখা করার পর এনআরসি-বিরোধী যুক্ত মঞ্চের প্রতিনিধিরা। —নিজস্ব চিত্র।
রাজ্যপালের যুক্তি, সংসদে পাশ হয়ে যাওয়া আইন সকলেই মানতে হবে। এনআরসি-বিরোধী যুক্ত মঞ্চের বক্তব্য, সিএএ-র সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে শ’খানেক আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে। দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে রাস্তায়। রাজভবনে সিএএ, এনআরসি-র বিরুদ্ধে দরবার করতে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে এমনই সওয়াল চালালেন যুক্ত মঞ্চের পাঁচ প্রতিনিধি। তাঁদের দাবি, রাজ্যপাল তাঁদের দাবিপত্রের লিখিত জবাব দেবেন বলেছেন। বিধানসভায় যে ভাষণে রাজ্যপাল সিএএ-র বিরোধিতা করেছেন, তা তাঁর নিজের মত নয় বলেও জানিয়েছেন। পরে যুক্ত মঞ্চের আহ্বায়ক প্রসেনজিৎ বসু বলেন, ‘‘এক দিকে বলছেন কেন্দ্রীয় আইন সকলকে মানতে হবে। অন্য দিকে, নিজে বিধানসভায় এনআরসি নিয়ে যা বলেছেন, সেটা রাজ্য সরকারের লেখা বয়ান, নিজের কথা নয় বলে দাবি করছেন। রাজ্যপালের প্রধান কর্তব্য সংবিধান রক্ষা করা কিন্তু ধনখড়সাহেব সংবিধানের সমস্ত ধারা সম্পর্কে কতটা অবগত, তা নিয়েই সংশয় জাগছে!’’ কলকাতায় জনগণনা অধিকর্তার দফতরের সামনে মার্চের গোড়ায় বিক্ষোভ জমায়েতেরও ডাক দিয়েছেন প্রসেনজিতেরা।