অবিলম্বে স্কুলে শিক্ষক নিয়োগের দাবিতে মিছিল করলেন কয়েক হাজার কর্মপ্রার্থী। বুধবার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত ওই মিছিল হয় পশ্চিমবঙ্গ শিক্ষা বাঁচাও সমিতির ডাকে। নিছক মিছিল নয়। ধর্মতলায় জড়ো হয়ে প্রতীকী চপমুড়ি বিক্রি, টেট-এর কুশপুতুলও পোড়ান উদ্যোক্তারা। দীর্ঘদিন ধরে আইনি জটিলতায় প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগ আটকে আছে। পরীক্ষায় পাশ করেও চাকরি পাচ্ছেন না প্রার্থীরা। অথচ স্কুলে স্কুলে শিক্ষকের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে বহু বিষয়ের পঠনপাঠন। এরই প্রতিবাদে মিছিলের ডাক দেওয়া হয়েছিল। সমিতির তরফে তুলসী মাসান্ত জানান, রাজ্যপালের কাছে স্মারকলিপি পেশ করা হয়েছে। রাজ্যপাল বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন।