জিতেন্দ্র তিওয়ারি ও অপূর্ব মুখোপাধ্যায়। নিজস্ব চিত্র
তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা কমিটিতে ফেরানো হল না জিতেন্দ্র তিওয়ারিকে। পুরনোরা সকলেই আছেন। নতুন মুখও কয়েক জন। রবিবাসরীয় সকালে তৃণমূলের জেলা কমিটি পুনর্গঠনের খবর প্রকাশ্যে আসতেই এমন ‘চমক’। জিতেন্দ্রর ইস্তফা দেওয়া জেলার সভাপতি পদের দায়িত্ব দেওয়া হয়েছে অপূর্ব মুখোপাধ্যায়কে। আগের মতো চেয়ারম্যান পদেই রয়েছেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। নয়া কমিটি ঘোষণার পর জিতেন্দ্রকে ঘিরে জল্পনা আরও জোরদার হয়েছে। জিতেন্দ্র অবশ্য বলছেন, ‘‘আমি তো নিজেই ইস্তফা দিয়েছি। বাদ দেওয়া হবে কেন? আমি দলের সঙ্গেই আছি। যা করলে দলের ভাল হবে তাই করব।’’ তবে জিতেন্দ্রকে নিয়ে জেলা তৃণমূলের একটি অংশের মত, দলের এমন পদক্ষেপ ‘প্রত্যাশিত’।
গত ১৬ ডিসেম্বর তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি এবং আসানসোল পুরসভার প্রশাসক থেকে ইস্তফা দিয়েছিলেন জিতেন্দ্র। প্রত্যাশিত ভাবেই সেই শূন্যস্থান এ বার প্রাক্তন জেলা সভাপতি তথা দুর্গাপুরের প্রাক্তন বিধায়ককে দিয়ে ভরাট করল তৃণমূল। ওই কমিটিতে নতুন মুখ কুলটির বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়। তাঁকে বারাবনি ও কুলটি বিধানসভা এলাকায় কো অর্ডিনেটর হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া কমিটিতে রয়েছেন পুরনো সদস্যরা।
এ ছাড়া দুর্গাপুর পূর্ব ও পশ্চিমের কো অর্ডিনেটরের দায়িত্ব দেওয়া হয়েছে বিধায়ক বিশ্বনাথ পারিয়ালকে। হরেরাম সিংহ রানিগঞ্জ এবং জামুরিয়ার কো অর্ডিনেটর। আসানসোল উত্তর এবং দক্ষিণ বিধানসভার কো অর্ডিনেটর ভি শিবদাসন। তাৎপর্যপূর্ণ ভাবে জেলার প্রবক্তা পদে রয়েছেন রাজ্যের শিক্ষক নেতা অশোক রুদ্র এবং আসানসোল দক্ষিণের বিধায়ক তথা আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়কে।
আরও পড়ুন: ‘যত দ্রুত সম্ভব রাজ্যের প্রত্যেকের বিনামূল্যে প্রতিষেধক পাওয়া উচিত’
আরও পড়ুন: ভিডিয়ো-বৈঠকে প্রযুক্তি বিগড়োনোয় ক্ষুব্ধ জৈন
নতুন জেলা সভাপতি সম্পর্কে জিতেন্দ্রর অভিমত, ‘‘উনি পুরনো লোক, অভিজ্ঞ লোক। এই জেলায় ভাল কাজ হবে। ওঁদের নেতৃত্বে এই জেলার ৯টি আসনই আমরা দিদিকে উপহার দিতে পারব। আমার তরফ থেকে পূর্ণ সহযোগিতা করব। তাঁরা আমাকে যে ভাবে কাজে লাগাতে চাইবেন, সে ভাবেই আমি সাহায্য করব।’’
রবিবার নতুন জেলা কমিটি ঘোষণার পর, সাংবাদিক বৈঠকে জিতেন্দ্রকে নিয়ে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠে। এ নিয়ে মলয় এবং অপূর্ব সমস্বরেই বলেন, ‘‘উনি আগেও দলে ছিলেন, এখনও দলে আছেন।’’