হিংসা রুখতে আর্জি একতা সম্মেলনে

রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দের উদ্যোগে বৃহস্পতিবার রবীন্দ্র সদনে ‘আমন ও একতা সম্মেলন’ থেকে শান্তি প্রতিষ্ঠারই ডাক দেওয়া হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৯ ০৬:০৭
Share:

—নিজস্ব চিত্র।

গণপ্রহার এবং হিংসার ঘটনা ঠেকাতে সুপ্রিম কোর্টের দেওয়া রূপরেখা মেনে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বাংলা-সহ সব রাজ্য সরকারের কাছে দাবি জানাল জমিয়তে উলামায়ে হিন্দ। হিংসা ও ঘৃণার বাতাবরণকে পরাস্ত করে সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে এলাকায় এলাকায় মাদ্রাসার শিক্ষক ও ইমামদের উদ্যোগী হওয়ার আর্জিও জানাল তারা।

Advertisement

রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দের উদ্যোগে বৃহস্পতিবার রবীন্দ্র সদনে ‘আমন ও একতা সম্মেলন’ থেকে শান্তি প্রতিষ্ঠারই ডাক দেওয়া হয়েছে। সম্মেলনে উপস্থিত ছিলেন জমিয়তের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাহমুদ মাদানি, রাজ্য সভাপতি তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, সাংসদ আহমেদ হাসান ইমরান, প্রাক্তন বিচারপতি নূরে আলম চৌধুরী, রেড রোডের নমাজের ইমাম কারী ফজলুর রহমান প্রমুখ। পরে সিদ্দিকুল্লা জানান, গণপ্রহার ও হিংসার প্রবণতার বিরুদ্ধে প্রতি রাজ্যেই জমিয়তের উদ্যোগে এই ধরনের সম্মেলন হচ্ছে। বাংলায় আগামী ইদের পরে রাজ্য স্তরে কনভেনশনও করবে জমিয়তে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement