TMC

অভিষেকের গড় থেকে পুলিশকে হুঁশিয়ারি রাজ্যপাল জগদীপ ধনখড়ের

রাজ্যে গণতন্ত্রকে ‘হত্যা’ হচ্ছে বলেও অভিযোগ করেছেন জগদীপ ধনকড়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ডায়মন্ড হারবার শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২০ ২৩:৩৪
Share:

সাংবাদিক বৈঠকে জগদীপ ধনখড়। নিজস্ব চিত্র

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে দাঁড়িয়ে, বিগত পঞ্চায়েত নির্বাচনের কথা তুলে পুলিশ-প্রশাসনকে হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যে গণতন্ত্রকে ‘হত্যা’ হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

Advertisement

বুধবার ডায়মন্ড হারবারের সার্কিটহাউসে সাংবাদিক সম্মেলন করেন ধনখড়। বলেন, ‘‘২০১৮-র পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই দেখা গিয়েছে এই এলাকা ভীষণ বিপজ্জনক।’’ পুলিশ প্রশাসন-সহ সরকারি আধিকারিকদের অরাজনৈতিক থাকার আহ্বানও জানান তিনি। সেই সঙ্গে হুঁশিয়ারির সুরে বলেন, ‘‘ওসি, আইসিদের বলছি পুলিশকে মানবাধিকার লঙ্ঘন করলে চলবে না। শাসক দলের মর্জিমাফিক রাজনীতি হবে না। ভোট আসলেই এখানে আইন কাজ করে না, রিগিং চলে। ওসি, আইসিদের বলছি এটা বদলাতে হবে। যদি না বদলান, তা হলে এমন জিনিস দেখবেন যা আপনারা জীবনে দেখেননি।’’ তাঁর হুঙ্কার, ‘‘যদি কেউ ভাবে সেন্ট্রাল ফোর্স দূরে থাকবে, অতএব এলাকা আমাদের দখলে, তা হলে খুব ভুল করবে। এ বারের ভোট স্বচ্ছ এবং আতঙ্কমুক্ত হবে।’’ রাজ্যপালের অভিযোগ, ‘‘কিছু দিন ধরেই রাজ্যে গণতন্ত্রের হত্যা হচ্ছে। এটা অত্যন্ত লজ্জার বিষয়।’’

নাম না করে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘লোকাল নেতা’ বলেও কটাক্ষ করেন ধনকড়। তবে তৎক্ষণাৎ ড্যামেজ কন্ট্রোল করতেও নেমে পড়েন। বলেন, ‘‘দেশের যত বড় নেতা হোক না কেন, তিনি নিজের এলাকায় লোকাল।’’

Advertisement

আরও পড়ুন: তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে সরব ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক

আরও পড়ুন: ‘নিজের আগুনেই ছাই হবে তৃণমূল’, ‘ধর্মনিরপেক্ষ’ শুভেন্দুকে শুভেচ্ছা মান্নানের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement