Jagdeep Dhankhar

Jagdeep Dhankhar: এজির মাধ্যমে তথ্য-তলব

শনিবার রাজ্যপাল টুইট করে জানিয়েছেন, সংশ্লিষ্ট বিষয়ে গত ২৪ নভেম্বর তথ্য চেয়েছিলেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২২ ০৯:৩৬
Share:

জগদীপ ধনখড়। —ফাইল চিত্র

হাওড়া পুরনিগমের সংশোধিত বিল সংক্রান্ত নথি চাইলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের (এজি) মাধ্যমে সেই তথ্য তলব করেছেন তিনি। রাজ্যপাল বর্তমানে দার্জিলিঙের রাজভবনে রয়েছেন। তিনি সেখানেই হাওড়া পুরনিগমের সংশোধিত বিল সংক্রান্ত তথ্য দ্রুত পৌঁছে দেওয়ার বার্তা দিয়েছেন রাজ্য সরকারকে। রাজ্যপালের এই অবস্থান নিয়ে অসন্তোষ জানিয়েছে তৃণমূল কংগ্রেস।

Advertisement

শনিবার রাজ্যপাল টুইট করে জানিয়েছেন, সংশ্লিষ্ট বিষয়ে গত ২৪ নভেম্বর তথ্য চেয়েছিলেন তিনি। কিন্তু প্রায় এক মাস দেরি করে সেই তথ্য দেওয়া হয়েছে তাঁকে। ফাইলটি কলকাতা রাজভবনে ২৮ ডিসেম্বর এবং দার্জিলিং রাজভবনে ৩০ ডিসেম্বর পৌঁছেছে। এ বার সব তথ্য এজি-কে দেওয়া হোক। তিনি তাঁর সুবিধামতো দ্রুত তা রাজ্যপালকে দেবেন। যদিও রাজ্য সরকারের সূত্র জানাচ্ছে, এত দিন ধরে যতবার রাজ্যপাল তথ্য চেয়েছেন, তত বারই তা সময় মতো রাজভবনে পৌঁছে দেওয়া হয়েছে।

পুর দফতর সূত্রের দাবি, প্রথম থেকেই রাজ্যপাল নানা তথ্য চেয়েছিলেন। সে সবই সঙ্গে সঙ্গে রাজভবনে পৌঁছে দেওয়া হয়েছে। ফলে রাজ্যপাল তথ্য পাঠানোয় যে বিলম্বের অভিযোগ তুলছেন, তা যথার্থ নয়। রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম শনিবার বলেন, “রোজ তথ্য চাইলে কী করে চলবে? বিধানসভায় পাশ করা বিল সই করছেন না বলে হাওড়ায় ভোট হচ্ছে না। ওই বিলের প্রতি মানুষের সমর্থন রয়েছে। হাওড়ার মানুষকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করছেন রাজ্যপাল। তাই তাঁকে এত বার তথ্য দিয়ে কী লাভ? তা ছাড়া, উনি তো মনোনীত।”

Advertisement

প্রসঙ্গত, আগামী ৬ জানুয়ারি কলকাতা হাই কোর্টে হাওড়ার পুরভোট সংক্রান্ত শুনানি রয়েছে। সে দিন এজি হলফনামা দিয়ে রাজ্য সরকারের অবস্থান জানাতে পারেন। প্রসঙ্গত, এর আগে রাজ্যপাল বিল সই করেছেন বলে এজি মৌখিক ভাবে কোর্টে জানান এবং তার পরে সর্বশেষ শুনানিতে নিজের ‘ভুল’ও স্বীকার করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement