রাজ্যে বিজেপির ক্ষমতায় আসা কেবল সময়ের অপেক্ষা, দাবি নড্ডার

পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের জবাব, মমতা বন্দ্যোপাধ্যায় আরও বেশি ভোট পেয়ে রাজ্যে ক্ষমতায় ফিরবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৯ ০১:৫৪
Share:

ছবি: পিটিআই।

বিজেপির সর্বভারতীয় কার্যকরী সভাপতি হওয়ার পর প্রথম কলকাতা সফরে এসে জে পি নড্ডা দাবি করলেন, এ রাজ্যে বিজেপির ক্ষমতায় আসা এখন কেবল সময়ের অপেক্ষা।

Advertisement

পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের জবাব, মমতা বন্দ্যোপাধ্যায় আরও বেশি ভোট পেয়ে রাজ্যে ক্ষমতায় ফিরবেন।

শুক্রবার ইজেডসিসিতে কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ বাতিল নিয়ে বক্তৃতা করেন নড্ডা। সেখানেই তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী, দেওয়ালের লিখন স্পষ্ট। আপনি চলে যাচ্ছেন। আর আমরা আসছি।’’

Advertisement

পার্থবাবুর বক্তব্য, ‘‘ওরা দেওয়ালের লিখন দেখাচ্ছেন। কারণ, কপালের লিখন পড়তে পারছেন না। সেখানে ভাগ্যলিপি লেখা হয়ে গিয়েছে। মমতা কেবল ফিরবেন না, আরও বেশি আসন নিয়ে ফিরবেন।’’

এ দিন কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ বাতিল প্রসঙ্গে বক্তৃতা করতে গিয়েও মমতাকে নিশানা করেন নড্ডা। তাঁর বক্তব্য, ‘‘এনডিএ-তে না থেকেও যাঁরা ৩৭০ বাতিলে সমর্থন জানিয়েছেন, তাঁদের ধন্যবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় কেন বিরোধিতা করেছিলেন? দেশ থাকলে রাজনীতি থাকবে। কেউ আসবে, কেউ যাবে। আপনার কাছে দেশ বড়, না ভোট ব্যাঙ্ক? দেশের চেয়ে সিংহাসন বড়, ক্ষমতা বড়?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement