বৃহস্পতিবার পর্যন্ত খোলা যাদবপুরের বইয়ের স্টল

কলকাতা জেলা সিপিএমের নেতা সুদীপ সেনগুপ্ত জানিয়েছেন, যাদবপুরের ওই স্টলে নবমীতে শুধু এক দিনেই বই বিক্রি হয়েছে ৮০ হাজার টাকার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৯ ০০:১৬
Share:

—ফাইল চিত্র।

কথা ছিল, বিজয়া দশমীর রাতেই গুটিয়ে যাবে মণ্ডপ চত্বরের বই বিপণি। কিন্তু পাঠকদের বিপুল সাড়ায় যাদবপুরের বই বিপণি কাল, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিল সিপিএম।

Advertisement

কলকাতা জেলা সিপিএমের নেতা সুদীপ সেনগুপ্ত জানিয়েছেন, যাদবপুরের ওই স্টলে নবমীতে শুধু এক দিনেই বই বিক্রি হয়েছে ৮০ হাজার টাকার। মোট বিক্রি এখনও পর্যন্ত দু’লক্ষ ৪১ হাজার টাকার। উৎসবের রেশ যে হেতু থাকছে এবং মণ্ডপে মণ্ডপে মানুষের ভিড়ও থাকছে, তাই পাঠকের সাড়ার কথা ভেবে আরও দু’দিন যাদবপুরের ওই বই বিপণি খোলা রাখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement