প্রতিবাদ মিছিল প্রসঙ্গে নওশাদ বলেন, ‘‘আনিসের পরিবার তাঁর মৃত্যুর সিবিআই তদন্ত চেয়েছে। যে পুলিশ তাঁর হত্যায় অভিযুক্ত, তাঁরা কীভাবে আনিসের মৃত্যুর তদন্ত করে অপরাধীকে শাস্তি দেবে? আমরা চাই, আনিস বিচার পাক। তাঁর পরিবারের দাবি পূরণ হোক।’’
কলকাতায় আনিস খানের রহস্যমৃত্যু নিয়ে মিছিল করল আইএসএফ। নিজস্ব চিত্র।
আনিস খানের রহস্যমৃত্যুর সিবিআই তদন্তের দাবিতে কলকাতায় মিছিল করল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)। মঙ্গলবার শিয়ালদহ স্টেশন থেকে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল করে তারা। মিছিলে নেতৃত্ব দেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি।
এই প্রতিবাদ মিছিল প্রসঙ্গে নওশাদ বলেন, ‘‘আনিসের পরিবার তাঁর মৃত্যুর সিবিআই তদন্ত চেয়েছে। যে পুলিশ তাঁর হত্যায় অভিযুক্ত, তাঁরা কীভাবে আনিসের মৃত্যুর তদন্ত করে অপরাধীকে শাস্তি দেবে? আমরা চাই, আনিস বিচার পাক। তাঁর পরিবারের দাবি পূরণ হোক।’’ তিনি আরও বলেন, ‘‘রাজ্যের প্রশাসন ও শাসকদলের নেতারা নিহত আনিসের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তাঁর মৃত্যুর সিবিআই তদন্ত ও সম্মানহানির চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করলাম। আমাদের দাবি সরকারকে মানতেই হবে।’’
সোমবারই কলকাতায় শাসকদলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ মিছিল করে পাল্টা জানিয়েছেন, তাঁরাও আনিসের মৃত্যু সঠিক তদন্তের পক্ষে। তবে ছাত্রনেতার মৃত্যু নিয়ে রাজনীতিতে তাদের সায় নেই। ওই দিনসমস্ত জটিলতা কাটিয়ে কবর থেকে আনিসের দেহ তুলে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় দ্বিতীয় বার ময়নাতদন্তের জন্য। সেখানে আনিসের দেহের ময়নাতদন্ত করে হাসপাতালের তিন চিকিৎসকের একটি দল। নেতৃত্বে ছিলেন ফরেন্সিক মেডিসিনের বিশেষজ্ঞ ইন্দ্রাণী দাস। উপস্থিত ছিলেন হাওড়া জেলা আদালতের বিচারক এবং রাজ্য সরকার গঠিত বিশেষ তদন্তকারী দল (সিট)-এর কয়েক জন সদস্য। তা সত্ত্বেও আনিসের পরিবার বা তিনি যে দল করতেন সেই আইএসএফ-ও ক্ষুব্ধ। পরিবার এখনও সিবিআই তদন্তের দাবিতে অনড়। আইএসএফ নেতৃত্বের কথায়, ‘‘আমাদের দাবি না মানা হলে আগামী দিনেও কলকাতায় আন্দোলন চলবে।’’