Firhad Hakim

KMC Result 2021: শুধু মেয়র, না কি মেয়র এবং মন্ত্রী

গুঞ্জনে ভাসছে ডেপুটি মেয়র পদও। কারণ ভোটের আগে দলের উপর তলায় এক ব্যক্তি এক পদ নিয়ে আলোচনা বহুদূর গড়িয়ে ছিল।

Advertisement

রবিশঙ্কর দত্ত

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২১ ০৬:১৩
Share:

জয়ের পরে ফিরহাদ হাকিম। ছবি বিশ্বনাথ বণিক

কলকাতার পরবর্তী মেয়র পদে কি ফিরহাদ হাকিমই ( ববি) থেকে যাবেন? ফলপ্রকাশের সঙ্গে সঙ্গে এ নিয়ে জল্পনা বেড়েছে। গুঞ্জনে ভাসছে ডেপুটি মেয়র পদও। কারণ ভোটের আগে দলের উপর তলায় এক ব্যক্তি এক পদ নিয়ে আলোচনা বহুদূর গড়িয়ে ছিল।

Advertisement

তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন অভিমত প্রকাশ করেছিলেন, সব ক্ষেত্রে শুধু নীতি ধরলে চলে না। কিছুকিছু বাস্তবতা বুঝতে হয়। এরপর প্রার্থী হিসেবে মন্ত্রী ফিরহাদের নাম চূড়ান্ত হয়। সেই সুবাদে প্রার্থী হন পুরনো আরও কয়েকজন।

এখন মেয়র বেছে নেওয়ার সময়ে ওই বিষয় আবার সামনে আসছে। বৃহস্পতিবার দুপুরে মহারাষ্ট্র নিবাস হলে নবনির্বাচিত কাউন্সিলরদের বৈঠক ডাকা হয়েছে। সেখানে চেয়ারপার্সন ও মেয়রের নাম আনুষ্ঠানিক ভাবে স্থির হবে। মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ওই বৈঠকে কলকাতার বিধায়ক, সাংসদদেরও থাকার কথা।

Advertisement

সূত্রের খবর, মেয়র পদে নতুন মুখ আনার ‘পরামর্শ’ আছে। তবে মমতা এখনও তাতে ‘সিলমোহর’ দিয়েছেন বলে জানা নেই। তৃণমূলের এক শীর্ষ নেতা বলেন, মেয়র পদে বসার জন্য অভিজ্ঞতা, দক্ষতা এবং কাজ বোঝা খুব জরুরি। সে ক্ষেত্রে মমতার পছন্দ ববির দিকেই। তবে তিনি মেয়র হলে দলের ঘোষিত ‘এক ব্যক্তি এক পদ নীতি’র ভিত্তিতে তাঁকে মন্ত্রিত্ব ছাড়তে হতে পারে বলেও দলের একাংশ মনে করছে। পাশাপাশি চেয়ারপার্সন হিসেবে এর আগে কাজ করার পূর্ব অভিজ্ঞতা রয়েছে মালা রায়ের। তাঁর সেই ‘দক্ষতা’ সম্পর্কেও মমতা ওয়াকিবহাল। তবে এ বার মেয়র পারিষদ পদে এ বার বেশ কিছু নতুন মুখ আনা একরকম নিশ্চিত।

তবে সবটাই নির্ভর করবে শীর্ষ নেতৃত্বের ঐকমত্যের উপরে। দলীয় প্রার্থিতালিকা চূড়ান্ত করা ক্ষেত্রে শেষপর্যন্ত কিছুক্ষেত্রে হস্তক্ষেপ করেছিলেন মমতা নিজে। তাঁর মতামতই শেষপর্যন্ত চূড়ান্ত হয়। এক্ষেত্রে তেমন পরিস্থিতি হবে কি না দলের অন্দরে তা নিয়েও গুঞ্জন আছে। এক নেতার মন্তব্য, ‘‘শেষপর্যন্ত মেয়র পদ নিয়ে এ বারেই প্রথম এইরকম বাছাবাছির পরিস্থিতি তৈরি হল। সুব্রত মুখোপাধ্যায় বা শোভন চট্টোপাধ্যায়ের সময় সবাই জানত, দল জিতলে তাঁরাই মেয়র হবেন।’’

ববি বা মালা কেউই এ সব প্রশ্নে কোনও আলোচনায় যেতে চাননি। দু’জনেরই বক্তব্য, দলীয় প্রার্থী হিসেবে তাঁরা জিতেছেন। দল যা সিদ্ধান্ত করবে তা-ই হবে। এখনও ঠিক আছে, প্রবীণ কাউন্সিলর রামপেয়ারি রাম প্রোটেম চেয়ারম্যান হিসেবে শপথ পাঠ করাবেন নতুন চেয়ারপার্সনকে। তারপর চেয়ারপার্সনের কাছে শপথ নেবেন মেয়র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement