ফাইল চিত্র।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দীপা দাশমুন্সিকে কংগ্রেসের প্রার্থী করার জন্য দলের হাইকম্যান্ডের কাছে একটি সুনির্দিষ্ট প্রস্তাব নতুন করে পেশ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
সনিয়া গাঁধীর নেতৃত্বে কংগ্রেসের নির্বাচন কমিটির বৈঠকে আজ পশ্চিমবঙ্গের ৪৩টি আসনে প্রার্থী চূড়ান্ত হয়। সেই তালিকা ঘোষণার সময় প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ভবানীপুরে দীপা দাশমুন্সিকে প্রার্থী করার একটি প্রস্তাব দেওয়া হয়েছে। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় এক জন মহিলা, তাঁর বিরুদ্ধে আর এক জন মহিলাকে প্রার্থী করলে এটি একটি রাজকীয় লড়াই হবে। দীপাকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি বলেছেন, হাইকম্যান্ড যদি চায়, তা হলে বিষয়টি বিবেচনা করা যেতে পারে। আজকের ৪৩ জনের তালিকায় অবশ্য ভবানীপুরের বিষয়টি চূড়ান্ত হয়নি। আগামী শুক্রবারের মধ্যে ভবানীপুরের আসনে প্রার্থীর বিষয়টি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা।
এমন একটি দিনে অধীর চৌধুরী ভবানীপুর কেন্দ্রে দীপার নাম ঘোষণা করলেন, যে দিন সেই কেন্দ্রে সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে কংগ্রেস নেতা ওমপ্রকাশ মিশ্র পুরোদমে প্রচার শুরু করে দিয়েছেন। প্রার্থী বাছাই শুরু হওয়ার আগেই প্রদেশ সভাপতি দলের রাজ্য নেতাদের কাছে আবেদন করেন, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে রাজি আছেন, তিনি সচ্ছন্দে লড়তে পারেন। সেই সময়ে সোমেন মিত্র, প্রদীপ ভট্টাচার্য বা আব্দুল মান্নানের মতো দলের কোনও রাজ্য নেতাই এগিয়ে আসেননি। অধীর চৌধুরী আজ বলেন, ওমপ্রকাশ মিশ্র বলেছিলেন, এই কেন্দ্রে আর কেউ যদি প্রার্থী হতে না চান, তা হলে তিনি লড়তে রাজি আছেন।
আরও পড়ুন
ওমপ্রকাশ সেই ঝুঁকি নিতে রাজি থাকলেও এখন দীপার নামও সেই কেন্দ্রে বিবেচনা করা হচ্ছে। তবে দীপা সেখানে প্রার্থী হলে তিনি যে কংগ্রেসের পক্ষ থেকে ছায়া মুখ্যমন্ত্রী প্রার্থী হবেন, এমন নয়। কংগ্রেস আগামী শুক্রবারের মধ্যেই বাকি নাম ঘোষণা করে দেবে। তখনই স্পষ্ট হবে, শেষ পর্যন্ত ভবানীপুর কেন্দ্রে কে প্রার্থী হচ্ছেন। অধীর আজ জানান, কংগ্রেস একা ৯৩টির মতো আসনে লড়বে। আজকে যে ৪৩টি আসন ঘোষণা হয়েছে, তার মধ্যে দুর্গাপুর পশ্চিমের আসনটি বাড়তি ছিনিয়ে নিয়েছে কংগ্রেস। শুক্রবারের মধ্যে আরও আলোচনার মাধ্যমে আরও কিছু বাড়তি আসন আসতে পারে বলে মনে করছেন কংগ্রেস নেতৃত্ব। সাতটি আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে। বাকি ছোট দলগুলি লড়বে আরও আটটি আসনে।