ছবি পিটিআই।
চলমান কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়ে সংহতি সমাবেশ করতে চলেছেন রাজ্যের বিদ্বজ্জন ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের একাংশ। কৃষকদের প্রতিবাদের পক্ষে বার্তা দেওয়ার লক্ষ্যে ওই সমাবেশে আমন্ত্রণ জানানো হচ্ছে দল-মতনির্বিশেষ সকলকেই। বিদ্বজ্জনদের তরফে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শঙ্খ ঘোষ, বিভাস চক্রবর্তী প্রমুখ।
ব্যারাকপুরের সুকান্ত সদনে আগামী ৩ জানুয়ারি ওই সংহতি সমাবেশে আমন্ত্রিত সিপিএমের কৃষক সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা। থাকার কথা সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিমেরও। তবে উদ্যোক্তাদের তরফে নাট্যকার চন্দন সেনের বক্তব্য, ‘‘কোনও নির্বাচনী প্রচার বা সঙ্কীর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে এই সমাবেশ নয়। কৃষিক্ষেত্রে সর্বনাশ নামিয়ে আনার প্রতিবাদে কৃষকেরা যে আন্দোলন করছেন, তাকে আরও শক্তিশালী করা ও সংহতি জানানোর জন্যই এই সমাবেশের আয়োজন।’’ চন্দন সেন, কৌশিক সেন-সহ সাংস্কৃতিক জগতের অনেকেরই ওই সমাবেশে থাকার কথা।
তার আগে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বছরের শেষ ‘মন কি বাত’ অনুষ্ঠান চলাকালীন কৃষক সংগ্রাম সমন্বয় কমিটির ডাকে নানা জায়গায় থালা বাজিয়ে প্রতিবাদে শামিল হয়েছিলেন কৃষক ও ক্ষেতমজুরেরা। তিনটি কৃষি আইন ও বিদ্যুৎ (সংশোধনী) বিল বাতিলের দাবিতে ওই কর্মসূচিতে কোথাও কোথাও বিক্ষোভ-সভা এবং প্রধানমন্ত্রীর কুশপুতুল পোড়ানোও হয়েছে। প্রতিবাদী কৃষকদের উপরে ‘দমন-পীড়নে’ অভিযুক্ত পুলিশ আধিকারিকদের শাস্তি দাবি করা হয়েছে। স্লোগান উঠেছে, ‘মন কি বাত শুনব না, কর্পোরেটের তোতা পাখি মোদীর ভাষণ শুনব না’!