Narendrapur

নরেন্দ্রপুর-কাণ্ডে সাক্ষ্য দিতে ডাক

থানায় নিয়ে গিয়ে তাঁদের যৌন হেনস্থা, ধর্ষণের হুমকি-সহ বিভিন্ন নির্যাতন চালানো হয়েছিল বলে অভিযোগ করেছিলেন প্রতিবাদীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২২ ০৭:১০
Share:

ফাইল চিত্র।

প্রতিবাদ মিছিল থেকে তুলে নিয়ে গিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও মহিলাদের থানায় নির্যাতনের অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। নরেন্দ্রপুর থানার ওই ঘটনায় শেষ পর্যন্ত বিভাগীয় তদন্তে নামল পুলিশ। থানায় নিয়ে গিয়ে তাঁদের যৌন হেনস্থা, ধর্ষণের হুমকি-সহ বিভিন্ন নির্যাতন চালানো হয়েছিল বলে অভিযোগ করেছিলেন প্রতিবাদীরা। সিপিআই (এম-এল) লিবারেশনের নেতৃত্বে বিভিন্ন দলের প্রতিনিধিরা বারুইপুরে পুলিশ সুপারের কাছে গিয়ে অভিযোগ জানিয়েছিলেন। ফেব্রুয়ারি মাসের ওই ঘটনায় বিভাগীয় তদন্তের নির্দেশ জারি হওয়ার প্রেক্ষিতে আজ, বুধবার অতিরিক্ত পুলিশ সুপারের দফতরে সাক্ষ্য দিতে ডাকা হয়েছে নির্যাতিতদের ৬ জনকে। লিবারেশনের রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদারের বক্তব্য, ‘‘দ্রুত তদন্ত করে দোষী পুলিশ আধিকারিকদের শাস্তি দিতে হবে। প্রয়োজনে আদালতে যাওয়ার কথাও আমাদের ভাবতে হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement