Real Estate

কলকাতায় তিন নির্মাণ সংস্থার ৩০টি এলাকায় আয়কর হানা, কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ

বৃহস্পতিবার সকালেই ওই তিন নির্মাণ সংস্থার দফতরে আয়কর কর্তারা পৌঁছন বলে সূত্রের খবর। বিভিন্ন মামলা সূত্রে এ সংক্রান্ত নথি পাওয়া যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২২ ১২:২২
Share:

যে তিনটি সংস্থার কার্যালয়ে আয়কর অভিযান চালানো হয়েছে, সেগুলি রাজ্যের তথাকথিত নামী নির্মাণ সংস্থা।

রাজ্যের তিনটি নির্মাণ সংস্থার মূল দফতর-সহ আরও প্রায় ৩০টি এলাকায় চালানো হল আয়কর অভিযান। বৃহস্পতিবার সকালেই ওই তিন নির্মাণ সংস্থার দফতরে পৌঁছে যান আয়কর কর্তারা। সূত্রের খবর, আয়কর কর্তাদের কাছে বিশেষ সূত্রে খবর ছিল, এই সংস্থাগুলি বিভিন্ন কাগুজে কোম্পানি তৈরি করে কোটি কোটি টাকার আর্থিক তছরূপ করেছে।

Advertisement

সূত্র মারফত জানা গিয়েছে, যে তিনটি সংস্থার কার্যালয়ে আয়কর অভিযান চালানো হয়েছে, সেগুলি রাজ্যের তথাকথিত নামী নির্মাণ সংস্থা। ওই সূত্রেই জানা গিয়েছে যে, এই সংস্থাগুলি যে ভুয়ো কোম্পানি তৈরি করে আর্থিক তছরূপ করছে তা তদন্তকারীরা জানতে পারে সাম্প্রতিক কালের বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার তদন্তে নেমে। তবে কোন মামলার সূত্রে এই নির্মাণ সংস্থাগুলির আর্থিক তছরূপের খবর পাওয়া গিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

উল্লেখ্য, দু’দিন আগেই নবান্ন ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর অফিস এবং বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। অন্য দিকে এর মধ্যেই এসএসসি দুর্নীতিতে অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখেপাধ্যায়কেও জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। তার পরই বৃহস্পতিবার সকালে আয়কর কর্তারা ওই তিন নির্মাণ সংস্থার দফতরে পৌঁছে যান বলে সূত্রের খবর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement