প্রশাসক: দার্জিলিংয়ে নেতাজির জন্মজয়ন্তী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার। ছবি: বিশ্বরূপ বসাক
শিয়রে লোকসভা নির্বাচন। তার আগে পাহাড়বাসীর মন জয় আরও একবার কল্পতরু হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ম্যালে নেতাজির জন্মজয়ন্তী উদ্যাপন মঞ্চ থেকে পাহাড়বাসীদের হাতে বিভিন্ন প্রকল্পের চেক তুলে দেন তিনি। চাকরির সুযোগও রয়েছে তার মধ্যে। মুখ্যমন্ত্রী আশ্বাস দেন আরও সুবিধা প্রদানের।
এ দিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ১৭টি প্রকল্পের উদ্বোধন করেন মমতা। ৩৬টি প্রকল্পের শিলান্যাসও করেন। এগুলির মধ্যে ভুটিয়া উন্নয়ন বোর্ডের ৫ টি এবং শেরপা সাংস্কৃতিক বোর্ডের ৩ টি প্রকল্পের উদ্বোধন হয়। এদিন পাহাড়ের মোট ১৩ টি প্রকল্পের শিলান্যাস হয়েছে। যার মধ্যে ভুটিয়া উন্নয়ন বোর্ডের ৬টি প্রকল্প আছে।
এ দিন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের তৈরি শিলিগুড়ি গেটের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ৩৬৯ কোটি ১৯ লক্ষ টাকা ব্যয়ে পুলিশ কমিশনারেটের সামনে ওই গেট তৈরি করা হয়েছে। মাটিগাড়ার পাহাড়িয়া ভবন, শিলিগুড়ির রামঘাটের কাছে পঞ্চম মহানন্দা সেতু, সেতুর অ্যাপ্রোচ রোড, মাল্লাগুরিতে পুলিশ আবাসন উদ্বোধন হয় ম্যালের মঞ্চ থেকে।
এ দিন পাহাড়ের একাধিক রাস্তা, পানীয় জল প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। দার্জিলিং ও কালিম্পংয়ের ১২১ জনকে প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র দেওয়ার কথা ঘোষণা করা হয় মঞ্চ থেকে। ১০ জন মেধাবী ছাত্রের হাতে ১০ হাজার টাকা করে তুলে দেন মুখ্যমন্ত্রী। মঞ্চ থেকেই হিমাল তরাই ডুয়ার্স উৎসবের পুরষ্কার প্রদান করেন মুখ্যমন্ত্রী। পুরষ্কার হিসেবে কয়েকজন খেলোয়াড়কে বাইক ও স্কুটি দেওয়া হয়।
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘দার্জিলিংকে পাহাড়ের রানি হতে হবে। সব দিক থেকে এগিয়ে থাকতে হবে। খেলাধূলা, শিক্ষা, সংস্কৃতিতে আমরা অনেকটা এগিয়েছি। আরও এগিয়ে যাব।’’