নির্দেশ সত্ত্বেও মেঝেয় রোগী

যে ওয়ার্ডে জ্বরের রোগী থাকছে সেখানে ডেঙ্গির চিকিৎসা পরিষেবা নিয়ে ব্যানার টাঙানো হয়েছে। জেলা হাসপাতালের সুপার অমিতাভ মণ্ডলের দাবি, নিয়ম মেনেই সব হচ্ছে।

Advertisement

সৌমিত্র কুণ্ডু

শিলিগুড়ি শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৯ ০৬:৩৩
Share:

ভোগান্তি: শিলিগুড়ি জেলা হাসপাতালের মেল ওয়ার্ডের মেঝেতেই রোগী। ছবি: স্বরূপ সরকার

জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রোগী। শয্যা না মেলায় ঠাঁই হয়েছে মেঝেয়। সেখানেই চলছে চিকিৎসা। জ্বরের রোগী হলেও তাঁকে দেওয়া হয়নি মশারি। স্বাস্থ্য কর্তাদের নির্দেশের পরেও এমনই ছবি শিলিগুড়ি জেলা হাসপাতালে। জ্বরের চিকিৎসা সংক্রান্ত যে যে নির্দেশ দেওয়া হয়েছে চিকিৎসক, নার্সদের একাংশ তা মেনে চলছেন না বলেও অভিযোগ। ডেঙ্গির চিকিৎসা পরিষেবা খতিয়ে দেখার দায়িত্বে থাকা পর্যবেক্ষক দল বৃহস্পতিবার শিলিগুড়ি জেলা হাসপাতাল পরিদর্শন করেন। ২৪ ঘণ্টার মধ্যেই তারা তা নিয়ে জেলা স্বাস্থ্য দফতরকে রিপোর্ট দেবেন।

Advertisement

এ দিন মেডিসিন বিভাগ, শিশু বিভাগ এবং জরুরি বিভাগের পর্যবেক্ষণ ওয়ার্ড ঘুরে দেখেন ওই পর্যবেক্ষক দল। ডেঙ্গি অথবা ডেঙ্গি সন্দেহে থাকা রোগীদের চিকিৎসা নিয়মমাফিক হচ্ছে কিনা তা খতিয়ে দেখবে ওই পর্যবেক্ষক দল। সেই দলে দু’জন বিশেষজ্ঞ চিকিৎসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের দুই আধিকারিক, ডেপুটি নার্সিং সুপারিনটেন্ডেন্টরা থাকছেন। এ দিন ওই দল হাসপাতালের জ্বরের রোগীদের সঙ্গে কথা বলেন।

মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য বলেন, ‘‘স্বাস্থ্য দফতর নিয়ম মেনে পর্যবেক্ষক দল পরিষেবার বিভিন্ন দিক খতিয়ে দেখছে। তারা রিপোর্ট দেবেন। কোথাও কিছু খামতি থাকলে সেগুলো প্রয়োজন মতো ঠিক করে নেওয়া হবে।’’ তিনি জানান, শিলিগুড়ি জেলা হাসপাতালে রোগীর চাপ বেশি। বেড়েছে জ্বরের রোগীও। ডেঙ্গি আক্রান্ত কেউ থাকলে তাঁর সুষ্ঠু চিকিৎসার জন্য শয্যার রাখার ব্যবস্থা হবে বলে জানান তিনি।

Advertisement

যে ওয়ার্ডে জ্বরের রোগী থাকছে সেখানে ডেঙ্গির চিকিৎসা পরিষেবা নিয়ে ব্যানার টাঙানো হয়েছে। জেলা হাসপাতালের সুপার অমিতাভ মণ্ডলের দাবি, নিয়ম মেনেই সব হচ্ছে। পুরসভা এবং স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, জ্বরের রোগী লাফিয়ে বাড়ছে শিলিগুড়িতে। বিষয়টি উদ্বেগের কারণ হয়ে উঠেছে স্বাস্থ্য দফতরের কাছেও।

মঙ্গলবার শিলিগুড়িতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার স্বাস্থ্য আধিকারিক, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, জেলা হাসপাতালের সুপারদের নিয়ে বৈঠক করে স্বাস্থ্য কর্তারা জানিয়ে দেন দিনের দিন ডেঙ্গির চিকিৎসায় রক্ত পরীক্ষার রিপোর্ট দিতে হবে। ডেঙ্গি রোগীদের শয্যা রাখতে হবে। চিকিৎসক রোগীদের দু’বেলা দেখে শয্যার পাশে থাকা ‘টপ সিট’-এ সই করবেন। দ্রুত ফ্লুইড থেরাপি শুরু করার কথাও জানান হয়েছে। বুধবার ভিডিয়ো কনফারেন্সে একই কথা জানান রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা। সে সব ঠিক মতো মানা হচ্ছে কি না সেটাই এ দিন পর্যবেক্ষক দল ঘুরে দেখেন। সরকারি নির্দেশ মেনে মেডিসিন বিভাগে ‘ভেক্টর বর্ন ডিজিজ’ (ভিবিডি) চিহ্নিত শয্যা হয়েছে কিছু। তাতে ডেঙ্গি আক্রান্তদের অগ্রাধিকারি দেওয়ার কথা। তবে ওই শয্যা প্রয়োজনের তুলনায় কম বলে জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ। ফলে মেঝেতেও রাখতে হচ্ছে জ্বরের রোগীদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement