Farmer Movement

সকালে পায়ে হেঁটে, রাতে ট্রেন, বাংলার নাট্যকর্মী চলেছেন কৃষক আন্দোলনে যোগ দিতে

জয়রাজ একা নন, অনেকেই তাঁর সঙ্গে এই পদযাত্রায় যোগ দিয়েছেন। তিনি ফোনে জানিয়েছেন, ‘‘অনেকেই আসছেন, কিছুটা পথ হাঁটছেন।

Advertisement

নিজস্ব সংবাদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২০ ১৮:৪৪
Share:

জয়রাজ ভট্টাচার্য। নিজস্ব চিত্র

কৃষক আন্দোলন চলছে সিংঘু সীমান্তে। সেই আন্দোলনের ঢেউ এসে লেগেছে দেশের সমস্ত রাজ্যেই। এ বার চলতি কৃষক আন্দোলনে যোগ দিতে হাওড়ার শিবপুর থেকে দিল্লি-হরিয়ানা সিংঘু সীমান্তের পথে পায়ে হেঁটে রওনা হলেন নাট্যকর্মী, অভিনেতা জয়রাজ ভট্টাচার্য। সোমবার সকালে তিনি ঘোষিত কর্মসূচির অনুযায়ী হাওড়া থেকে রওনা দিয়েছেন কৃষক আন্দোলনে যোগ দিতে।

Advertisement

কোন্নগরের কাছাকাছি পৌঁছে গিয়েছেন বিকেলের মধ্যে। জয়রাজ জানিয়েছেন, রোজ ৩০ কিলোমিটার করে হাঁটার পরিকল্পনা রয়েছে তাঁর। সে ক্ষেত্রে সূর্যের আলো থাকতে থাকতে তিনি পায়ে হেঁটে ৩০ কিলোমিটার পথ পেরবেন। তার পর রাতে সামান্য রাস্তা এগিয়ে যাবেন ট্রেনে করে। তার পর আবার সকালে হাঁটা শুরু হবে। এ ভাবেই সিংঘু সীমান্তে কৃষক আন্দোলনে যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।

জয়রাজ একা নন, অনেকেই তাঁর সঙ্গে এই পদযাত্রায় যোগ দিয়েছেন। তিনি ফোনে জানিয়েছেন, ‘‘অনেকেই আসছেন, কিছুটা পথ হাঁটছেন। আবার ফিরে যাচ্ছেন। তার পর নতুন কেউ হয়তো যোগ দিচ্ছেন। এ ভাবেই চলছে পদযাত্রা। সোমবার বিকেলে আমার সঙ্গে ১০-১২ জন রয়েছেন, যাঁরা এই পদযাত্রায় অংশ নিয়েছেন। সোমবার সকালে যখন এই পদযাত্রা শুরু হয়, তখন শুরুতে অংশ নিয়েছিলেন অভিনেতা, নাট্যপরিচালক বিমল চক্রবর্তী, অভিনেতা রাহুল।”

Advertisement

আলাদা করে কোনও সংগঠনের পতাকার তলায় এই কর্মসূচি নেওয়া হয়নি। প্রাথমিক পরিকল্পনা জয়রাজের হলেও ধীরে ধীরে তাতে সঙ্গে যোগ দিয়েছেন তাঁর থিয়েটারের বন্ধুরা, যোগ দিয়েছেন হাওড়ায় জয়রাজ ও তাঁর সহযোদ্ধাদের হাতে তৈরি শ্রমজীবী ক্যান্টিনের উদ্যোক্তারা। হাওড়ার শিবপুর থেকে রওনা দেওয়ার সময় এঁরা অনেকেই উপস্থিত ছিলেন সমর্থন জানাতে। জয়রাজ জানিয়েছেন, তিনিও প্রতিবাদরত কৃষকদের মতো নয়া কৃষি আইনের প্রত্যাহার চান। সেই কারণেই এই অভিনব পন্থায় তিনি যোগ দিতে চলেছেন কৃষকদের আন্দোলনে।

আরও পড়ুন: গুরুংদের হুমকি দিয়েই ভোলবদল, ডুয়ার্সের ‘টাইগার’ যোগ দিলেন তৃণমূলে

আরও পড়ুন: সিবিআইকে সহযোগিতা করার জন্য রাজীবকে বলেছে রাজ্য: সুব্রত

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement