adhir chowdhury

Adhir Chowdhury & Babul Supriyo: মন্ত্রিত্ব হারানোর পর বাবুলর মধ্যে ক্ষোভ, হতাশা বিরক্তি দেখেছিলাম, প্রতিক্রিয়া অধীরের

অধীরের কথায়, ‘‘আমরা রাজনীতি করতে এটা ভেবে আসি না যে, পরদিন থেকেই মন্ত্রী হব বা মন্ত্রী থাকতে হবে।"

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২১ ১৯:৫১
Share:

বাবু সুপ্রিয় ও অধীর চৌধুরী। ফাইল চিত্র

মন্ত্রিত্ব হারানোর পর হতাশ হয়ে পড়েছিলেন বাবুল সুপ্রিয়। এমনকি তাঁর মধ্যে দেখা গিয়েছিল হতাশা ও ক্ষোভ। এমনটাই বললেন কংগ্রেসের লোকসভার দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শনিবার দিল্লি থেকে এই বিষয়ে তাঁর প্রতিক্রিয়ায় বহরমপুরের সাংসদ বলেন, ‘‘মন্ত্রিত্ব হারানোর পর বাবুল সু্প্রিয়র মধ্যে হতাশা দেখেছি, ক্ষোভ দেখেছি, বিরক্তি দেখেছি। সংসদে তাঁর সঙ্গে আমার দেখা হয়েছিল। সেই সময় আমিও তাঁকে দেখে আফসোস করেছি। বলেছি, ভাই তোমাকে সরিয়ে দিল, খারাপ লাগছে। ক্ষোভ অভিমান হতাশা তাঁর মধ্যে আছে বলে আমার মনে হয়েছিল।’’

Advertisement

তবে তাঁর এই সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারেননি অধীর। তাঁর কথায়, ‘‘আমরা রাজনীতি করতে এটা ভেবে আসি না যে, পরদিন থেকেই মন্ত্রী হব বা মন্ত্রী থাকতে হবে। এবং সেই মন্ত্রিত্ব কোনও দিনও যাবে না। এমন ভাবনা কখনওই আসে না।’’ তাঁর আরও বক্তব্য, ‘‘তাঁরা কোন মানসিকতা নিয়ে রাজনীতি করেন, এটা তাঁদের ব্যাপার। আমার মনে হয়, রাজনীতির ক্ষেত্রে নীতি ও নৈতিকতার প্রয়োজন রয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement