আবু তাহের খানের বিরুদ্ধে তোপ হুমায়ুন কবীরের। — ফাইল চিত্র
মাস পাঁচেক আগেই তৃণমূলে দ্বিতীয় ইনিংসের সূচনা করেছিলেন মুর্শিদাবাদের রেজিনগরের হুমায়ুন কবীর। কিন্তু সেই ‘ফেরা’ বোধহয় স্বস্তির হল না। কারণ, এ বার তিনি একরাশ ক্ষোভ উগরে দিলেন মুর্শিদাবাদের তৃণমূল সভাপতি আবু তাহের খানের বিরুদ্ধে। দলীয় কর্মসূচিতে তাঁকে ডাকা হচ্ছে না বলে অভিযোগ করেছেন হুমায়ুন। সেই সঙ্গে জেলা সভাপতিকে চ্যালেঞ্জ করে আগামী বিধানসভা নির্বাচনে অংশগ্রহণের দাবিও করে বসেছেন। যদিও প্রার্থী নির্বাচন ‘দলীয় সিদ্ধান্ত’ বলে জবাব দিয়েছেন তাহের।
কংগ্রেস থেকে তৃণমূল হয়ে বিজেপি-কে ছুঁয়ে ফের জোড়াফুল শিবির। ২০২০ সালের ৬ অগস্ট বৃত্ত সম্পূর্ণ করেছিলেন হুমায়ুন। তিনি আবার রাজ্যের প্রাক্তন মন্ত্রীও বটে। কিন্তু সেই ‘মসৃণ’ বৃত্তে নতুন করে সঙ্ঘাতের আভাস। হুমায়ুনের অভিযোগ, ৫ মাস অতিক্রান্ত হলেও তাঁর মতো রাজনৈতিক ব্যক্তিত্বকে ব্যবহারই করছে না দল। এ নিয়ে তিনি কাঠগড়ায় তুলেছেন দলের জেলা সভাপতিকে। হুমায়ুন বলছেন, ‘‘তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব আমাকে দলে নিয়েছেন। তা-ও জেলা সভাপতি আমাকে রাজনৈতিক কর্মসূচিতে ডাকছেন না। কেন? তিনি কি প্রতিহিংসা মেটাচ্ছেন?’’ বিজেপি ঘুরে আসা হুমায়ুনের দাবি, মুর্শিদাবাদে বিজেপি ‘তৃতীয় শক্তি’। কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন, অধীরের গড়ে দাঁড়িয়ে জেলার তৃণমূল নেতারা কংগ্রেসের মোকাবিলা কী ভাবে করবেন তা নিয়ে। হুমায়ুন বলছেন, ‘‘অধীরের বিরুদ্ধে মোকাবিলা করতে তাহেরের শক্তি কতটা আমার জানা আছে। তিনি একা কি অধীরের মোকাবিলা করতে পারবেন?’’
২০১১ সালে কংগ্রেসে থাকাকালীন রেজিনগর বিধানসভায় প্রথম নির্বাচনী লড়াইয়ে নেমে জয়ের অভিজ্ঞতা রয়েছে অধীর চৌধুরীর ‘ডান হাত’ বলে পরিচিত হুমায়ুনের ঝুলিতে। আবার ২০১৬ সালে নির্দল প্রার্থী হিসেবে সেই কংগ্রেসের প্রার্থীর কাছে হারের অভিজ্ঞতাও রয়েছে তাঁর। আসন্ন বিধানসভা ভোটে দলের প্রার্থীপদ নিয়ে হুঙ্কার সেই হুমায়ুনের গলায়। তাহেরকে নিশানা করে তিনি বলছেন, ‘‘আবু তাহের টিকিট দেওয়ার কে? ওঁর টিকিটে আমি লড়ব? ২০২১-এর নির্বাচনে হুমায়ুন কবীর অংশগ্রহণ করবে। আবু তাহের পারলে ঠেকিয়ে নেবে।’’ হুমায়ুনের হুঁশিয়ারি, ‘‘আমাকে দল থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমি সামান্য কর্মী হিসাবে তৃণমূল আছি, তৃণমূলেই থাকব। কিন্তু উনি (আবু তাহের খান) আমাকে বসিয়ে রাখলে আমি বসে থাকব না।’’
আরও পড়ুন: ‘সুদীপ্তর থেকে কোটি টাকা ঘুষ’! শোভনকে গ্রেফতারের দাবি কুণালের
আরও পড়ুন: কোভিড টিকা কারা, কী ভাবে পাবেন, আনন্দবাজার ডিজিটালে পড়ে নিন
আবু তাহের পাল্টা বলছেন, ‘‘রবিউল আলম চৌধুরী (রেজিনগরের বিধায়ক) এবং হুমায়ুন— এই দু’জনের মধ্যে এখন লড়াই চলছে, কে প্রার্থী হবে তা নিয়ে। আর প্রার্থী ঠিক করা আমাদের হাতে নেই, এটা দলীয় সিদ্ধান্ত। আমরা চাই না হুমায়ুনকে নিয়ে রেজিনগরে নতুন করে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হোক।’’