প্রতীকী ছবি।
চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে আগামী ২২ জুলাই, বৃহস্পতিবার। মঙ্গলবার এ কথা জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
সংসদ আরও জানিয়েছে, ২২ জুলাই দুপুর ৩টে থেকে ফলাফল প্রকাশ করা হবে। ওই দিনই বিকেল ৪টে থেকে সংসদের নিজস্ব ওয়েবসাইট-সহ একাধিক ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল জানা যাবে। সেই সঙ্গে এসএমএস এবং মোবাইল অ্যাপের মাধ্যমেও তা জানা যাবে। ফলাফল প্রকাশের পরের দিন অর্থাৎ ২৩ জুলাই, শুক্রবার সকাল ১১টা থেকে পরীক্ষার্থীদের মার্কশিট-সহ অন্যান্য শংসাপত্র দেওয়া হবে বলে ঘোষণা করেছে সংসদ।
প্রসঙ্গত, করোনা পরিস্থিতির জন্য চলতি বছরে মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষাও বাতিল বলে ঘোষণা করেছিল রাজ্য সরকার। তবে মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে পরীক্ষার্থীদের নম্বর দেওয়া হবে বলে আগেই জানিয়েছিল সংসদ। পাশাপাশি, সংসদের সভানেত্রী জানিয়েছিলেন যে ২৫ থেকে ৩০ জুলাইয়ের মধ্যে ফলাফল ঘোষিত হবে।