হিন্দমোটর কারখানা খোলার দাবিতে অবস্থান বাম শ্রমিক সংগঠনগুলির

হিন্দমোটর কারখানা খোলার দাবিতে রেল স্টেশনে অবস্থান করল বিভিন্ন বাম শ্রমিক সংগঠন। বৃহস্পতিবার হিন্দমোটর স্টেশনের ডাউন প্ল্যাটফর্মে ওই সমস্ত সংগঠনের প্রতিনিধিরা অবস্থান করে কারখানা খোলার দাবি তোলেন। কারখানার দুই শ্রমিক সংগঠন এসএসকেইউ (সংগ্রামী শ্রমিক কর্মচারি ইউনিয়ন) এবং ইএমইউ (এমপ্লয়িজ মজদুর ইউনিয়ন)-এর ডাকে এ দিনের কর্মসূচি পালিত হয়। এসএসইউ, এআইসিসিটিইউ-সহ ৭-৮টি সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হিন্দমোটর শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৪ ০১:০৭
Share:

হিন্দমোটর স্টেশনে বাম সংগঠনগুলির অবস্থান। ছবি: প্রকাশ পাল।

হিন্দমোটর কারখানা খোলার দাবিতে রেল স্টেশনে অবস্থান করল বিভিন্ন বাম শ্রমিক সংগঠন। বৃহস্পতিবার হিন্দমোটর স্টেশনের ডাউন প্ল্যাটফর্মে ওই সমস্ত সংগঠনের প্রতিনিধিরা অবস্থান করে কারখানা খোলার দাবি তোলেন। কারখানার দুই শ্রমিক সংগঠন এসএসকেইউ (সংগ্রামী শ্রমিক কর্মচারি ইউনিয়ন) এবং ইএমইউ (এমপ্লয়িজ মজদুর ইউনিয়ন)-এর ডাকে এ দিনের কর্মসূচি পালিত হয়। এসএসইউ, এআইসিসিটিইউ-সহ ৭-৮টি সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

Advertisement

এ দিন সকাল ৮ টা থেকে প্রায় ৪ ঘণ্টা অবস্থান চলে। অবিলম্বে কারখানা খোলার দাবিতে সংগঠনগুলির তরফে যৌথভাবে লিফলেট ছড়ানো হয়। পাশাপাশি আন্দোলনকারীদের আরও দাবি, হিন্দমোটরের সাসপেনশন অব ওয়ার্ক বেআইনি ঘোষণা করুক সরকার। শ্রমিকদের বকেয়া বেতনও অবিলম্বে মিটিয়ে দেওয়া হোক। মালিকপক্ষ কারখানা চালাতে না চাইলে রাজ্য সরকার অধিগ্রহণ করে কারখানা খোলার ব্যবস্থা করুক। এসএসকেইউ নেতা আভাস মুন্সি বলেন, ‘‘কারখানা বন্ধ করার মতো পরিস্থিতি আদৌ ছিল না। আসলে কারখানার বিশাল পরিমাণ জমি অন্য কাজে লাগাতেই বেআইনি ভাবে কারখানা বন্ধ করা হয়েছে। লাথি পড়েছে শ্রমিকদের পেটে। কারখানা খোলার দাবিতে আগামী ১৭ জুলাই আমরা কনভেনশন করব।’’

মূলত আর্থিক মন্দার কারণ দেখিয়ে গত ২৪মে কোন্নগরে হিন্দুস্তান মোটরস কারখানায় সাসপেনশন অব ওয়ার্কের নোটিস ঝোলান কর্তৃপক্ষ। একাধিক ত্রিপাক্ষিক বৈঠকেও কারখানা কবে খুলবে তার সদুত্তর মেলেনি কর্তৃপক্ষের কাছে। ইতিমধ্যেই কারখানার দু’শোর উপর ম্যানেজারকে কাজ ছাড়ার চিঠি ধরিয়েছেন কারখানা কর্তৃপক্ষ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement