খেতে কাজ করতে গিয়ে হুগলির পোলবা এবং দাদপুরে বজ্রপাতে মৃত্যু হল দু’জনের। পুলিশ সূত্রে খবর, শনিবার বিকেলে পোলবার রাজহাট ভাতুরিয়ার বাসিন্দা মনোজ দাস (৫০) বাজ পড়ে জখম হন। তাঁকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করানো হয়। রবিবার সকালে তিনি মারা যান। অন্য দিকে, দাদপুরের দাঁতরার বাসিন্দা উত্তম কর্মকার (২৯) শনিবার বিকেলে বজ্রপাতে গুরুতর আহত হন। তাঁকেও হাসপাতালে ভর্তি হন। গভীর রাতে তাঁর মৃত্যু হয়।