এটিএম ভেঙে টাকা লুঠের ঘটনায় ২ জনকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম রাজেশ তিওয়ারি ও ওমপ্রকাশ সিংহ। শুক্রবার রাতে তাদের পূর্ব মেদিনীপুরের দিঘার একটি হোটেল থেকে গ্রেফতার করে হাওড়ার বাউড়িয়া থানার পুুিলশ। ধৃতরা বাউড়িয়ার নর্থ জুট মিলের কর্মী বলে পুলিশ জানিয়েছে। গত ১৩ মে রাতে বাউড়িয়ার মোটরবাইক করে এসে স্থানীয় বুড়িখালি স্কুলের সামনের একটি এটিএম থেকে কয়েক লক্ষ টাকা লুঠ করা হয়েছিল। সেই লুঠের ঘটনাতেই এই গ্রেফতার। শনিবার ধৃতদের উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক ধৃতদের ১০দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।