বাজ পড়ে তরুণী-সহ দু’জনের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • গোঘাট
বৃহস্পতিবার দুপুরে গোঘাটের সন্তোষপুরে মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হয়েছে এক তরুণীর। পুলিশ জানায় তাঁর নাম ময়না রায় (২৮)। অন্যদিকে এ দিনই পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাছকা গ্রামে জমিতে তিল তোলার সময় বাজ পড়ে গুরুতর জখম হয় শেখ লিটন আলি (১৭)। গ্রামবাসীরা তাকে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
বধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ, গ্রেফতার স্বামী
বুধবার রাতে আরামবাগের মানিকপাট গ্রামে এক বধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। মমতা রানা নামের ওই মহিলার অভিযোগের ভিত্তিতে স্বামী বিমল রানাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ধৃতকে আরামবাগ আদালতে তোলা হলে তাঁর ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই দম্পতির ১২ বছর আগে বিয়ে হয়। তাঁদের তিনটি সন্তানও রয়েছে। স্বামীর মদ খাওয়া নিয়ে প্রায়ই পরিবারে অশান্তি হত। মমতদেবীর অভিযোগ, বুধবার রাতে ঝগড়ার পরে স্বামী তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরানোর চেষ্টা করে। তাঁর চিৎকারে প্রতিবেশীরা এসে তাঁকে বাঁচায়। যদিও বিমলবাবু পুলিশের কাছে স্ত্রীর অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন। তিনি জানান, ঝগড়া হয়েছিল ঠিকই। কিন্তু তারপর তাঁকে জব্দ করবে বলে জানিয়ে স্ত্রী নিজেই গায়ে কেরোসিন ঢেলে পাড়ার লোকদের ডাকে। ঘটনার তদন্ত হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
বকেয়া আদায় জুট শ্রমিকের
বার বার আবেদন নিবেদন করেও কিছু হয়নি। শেষ পর্যন্ত আদালতের নির্দেশে এক অবসরপ্রাপ্ত মিল শ্রমিকের বকেয়া মিলল বৃহস্পতিবার। প্রশাসন সূত্রের খবর, গোন্দলপাড়া জুটমিলের শ্রমিক নিমাই বোলেল ২০১০ সালে অবসর নেন। সেই থেকেই তাঁর গ্র্যাচুইটির টাকা বকেয়া ছিল। মিল মালিকের কাছে বহুবার আবেদেন করেছেন তিনি। এর মাঝে তিনি অন্ধ হয়ে যান। চিকিৎসা পর্যন্ত করাতে পারেননি ওই অবসরপ্রাপ্ত জুট শ্রমিক। এরপর তিনি চন্দননগরের শ্রমিকদের আইনি সহায়তা কেন্দ্রে যোগাযোগ করেন। মামলা করা হয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। এদিন বকেয়া লক্ষাধিক টাকা তিনি হাতে পান। আইনি সহায়তা কেন্দ্রের কর্ণধার বিশ্বজিৎ মুখোপাধ্যায় বলেন,“ওই শ্রমিকের আরও কিছু টাকা পাওনা ছিল মিল কর্তৃপক্ষের থেকে। কিন্তু ওনার শারীরিক অবস্থার কথা ভেবে আমরা আর সময় নিইনি।” চন্দননগরের শ্রম দফতরের আধিকারিক তীর্থঙ্কর সেনগুপ্ত নিমাইবাবুর হাতে চেক তুলে দেন।
উদ্ধার দুই ছাত্রী
পালিয়ে যাওয়া দুই ছাত্রীকে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে দিল ডায়মন্ড হারবার পুলিশ। ওই ছাত্রীদের বাড়ি উত্তর ২৪ পরগনার জগদ্দলে। স্কুল ইউনিফর্ম এবং বইখাতা সহ কালীনগর গ্রামের একটি পুকুর ঘাটে বসে ওই মেয়েদুটি কাঁদছিল। তা দেখে পুলিশকে খবর দেয় লোকজন।