টুকরো খবর

মঙ্গলবার সকালে হুগলির মগরায় চায়ের দোকানে যুবককে খুনের ঘটনায় তিন জনকে গ্রেফতার করল পুলিশ। নিহত সুকান্ত মজুমদার ওরফে সুকান ত্রিবেণীর কালীতলার বাসিন্দা ছিলেন। তিনি জমি-বাড়ি কেনাবেচার বাবসা করতেন।

Advertisement
শেষ আপডেট: ২৬ জুন ২০১৪ ০১:৩২
Share:

মগরায় যুবক খুনে ধৃত তিন

Advertisement

নিজস্ব সংবাদদাতা • মগরা

মঙ্গলবার সকালে হুগলির মগরায় চায়ের দোকানে যুবককে খুনের ঘটনায় তিন জনকে গ্রেফতার করল পুলিশ। নিহত সুকান্ত মজুমদার ওরফে সুকান ত্রিবেণীর কালীতলার বাসিন্দা ছিলেন। তিনি জমি-বাড়ি কেনাবেচার বাবসা করতেন। তদন্তকারী পুলিশ অফিসারদের অনুমান, নাইন এমএম অথবা সেভেন এমএম পিস্তল থেকে গুলি করা হয়েছে। তুলসীদেবীর দায়ের করা এফআইআরের ভিত্তিতেই মঙ্গলবার রাতভর তল্লাশি চালিয়ে মূল অভিযুক্ত দেবরাজ এবং স্বরূপ ভৌমিক ও নিতু দেবনাথ নামে ত্রিবেণীর দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। বুধবার ধৃতদের চুঁচুড়া আদালতে তোলা হলে বিচারক প্রত্যেককেই ৭ দিন পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তথাগত বসু বলেন, “ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও আরও কয়েকজনের খোঁজ চলছে।”

Advertisement

রেল ভাড়া বৃদ্ধিতে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া

চুঁচুড়া স্টেশন চত্বরে তৃণমূলের বিক্ষোভ। ছবি: তাপস ঘোষ।

রেল ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বুধবার রিষড়া স্টেশনে রেল অবরোধ করল এসইউসি। আন্দোলনকারীদের অভিযোগ, গরিব মানুষের কথা না ভেবে রেলের ভাড়া বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। একই অভিযোগ তুলে এ দিন হুগলি ঘাট, হুগলি, ব্যাণ্ডেল এবং চুঁচুড়া স্টেশন চত্বরে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী-সমর্থকেরা।

সবিস্তার দেখতে ক্লিক করুন।

নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে টোলপ্লাজার ছাদে উঠে পড়েছিল মানসিক ভারসাম্যহীন এক যুবক।
৪০ ফুট উঁচু হাওড়ার ধূলাগড় টোলপ্লাজার উপরে উঠে প্রায় দেড় ঘন্টা বসে থাকে সে। বিকাল
চারটে নাগাদ ঘটনাটি এক নিরাপত্তারক্ষীর চোখে পড়ে। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়।
ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ ও দমকল। খাবারের টোপ দিয়ে দীর্ঘক্ষণ চেষ্টার পরে ওই যুবককে
নামিয়ে আনতে সক্ষম হয় পুলিশ ও দমকল। পুলিশ জানিয়েছে, যুবকটির কোনও
পরিচয় জানা যায়নি। বুধবার ছবি তুলেছেন সুব্রত জানা।


বৃষ্টি হতেই বেহাল রাস্তা। ভদ্রেশ্বরের চাঁপদানি এলাকায়। ছবি: তাপস ঘোষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement