খেলার টুকরো খবর

কেশবপুর ফুটবল ক্লাবের পরিচালনায় ৩৮তম বছরের সুশীলা মেমোরিয়াল উইনার্স চ্যালেঞ্জ কাপ ফুলবল টুর্নামেন্টে জয়ী হল বেলঘরিয়া আমরা সবাই ক্ষুদিরাম পল্লি। ফাইনাল ম্যাচে টাইব্রেকারেও ফল অমীমাংসিত হওয়ায় শেষে টসে তারা জয়ী হয়।

Advertisement
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৪ ০১:১৮
Share:

কেশবপুরে ফুটবলে জয়ী কলকাতার দল
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ

Advertisement

কেশবপুর ফুটবল ক্লাবের পরিচালনায় ৩৮তম বছরের সুশীলা মেমোরিয়াল উইনার্স চ্যালেঞ্জ কাপ ফুলবল টুর্নামেন্টে জয়ী হল বেলঘরিয়া আমরা সবাই ক্ষুদিরাম পল্লি। ফাইনাল ম্যাচে টাইব্রেকারেও ফল অমীমাংসিত হওয়ায় শেষে টসে তারা জয়ী হয়। রানার্স হয় বর্ধমানের গোতান তারা মা ক্লাব। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন গোতানের শেখ আরসাদ, ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ হন বেলঘরিয়ার জয়দীপ মাহাতো। ম্যাচ পরিচালনা করেন ন্যাশনাল রেফারি অসীম মজুমদার, অরূপ চট্টোপাধ্যায় ও সুবীর দাস। ক্লাবের ক্রীড়া সম্পাদক গৌরাঙ্গ কুণ্ডু জানিয়েছেন, প্রতিযোগিতায় যোগ দিয়েছিল হুগলি, বর্ধমান, কলকাতার ৮টি দল। মাঠে কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন।

Advertisement

জগত্‌বল্লভপুরে জিতল জরি সেন্টার
নিজস্ব সংবাদদাতা • জগত্‌বল্লভপুর

জগত্‌বল্লভপুরে ফাইনালের একটি মুহূর্ত। ছবি: রমাপ্রসাদ গঙ্গোপাধ্যায়।

হাওড়ার জগত্‌বল্লভপুরে গত ২ নভেম্বর একদিনের ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল। জগত্‌বল্লভপুর ভুরসুট ব্রাহ্মণপাড়া স্টেডিয়াম মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন এলাকা থেকে ৮টি দল যোগ টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল। ফাইনালে জরি সেন্টার স্পোর্টিং ক্লাব বনাম কোহিনূর স্পোর্টিং ক্লাবের খেলা আক্রমণ-প্রতি আক্রমণে খুবই উপভোগ্য হয়ে ওঠে। শেষ পর্যন্ত ১-০ গোলে জয় হয় জরি সেন্টার। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন জয়ী দলের খেলোয়াড় মণ্টু কোঁড়া। ম্যান অব দ্য সিরিজ হয়েছেন কোহিনূর স্পোর্টিংয়ের শেখ হাফিজুল। রেফারি ছিলেন শেখ গোরা।

ফাইনালে উঠল অমরাগড়ি ও খালনা
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া

জয়পুর থানা আয়োজিত জয়পুর আন্তঃ অঞ্চল ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠল অমরাগড়ি অঞ্চল ও খালনা অঞ্চল। শনিবার ও রবিবার দু’টি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। শনিবার প্রথম সেমিফাইনালে খালনা ও জয়পুর অঞ্চলের ম্যাচে জয়পুরকে ১-০ গোলে হারিয়ে দেয় খালনা। গোল করেন শিথিল মাজি। অপর সেমিফাইনালে রবিবার অমরাগড়ি ও ভাটোরা অঞ্চলের ম্যাচে ৫-০ গোলে জয়ী হয় অমরাগড়ি।। সঞ্জয় দে, শুভদীপ রায় ও সাবির আলি একটি করে গোল করেন। ২টি গোল করেন মনিরুল ইসলাম। আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement