খেলার টুকরো খবর

বাগনান ঘোড়াঘাটা ভুলগেড়িয়া ক্রিকেট ক্লাবের উদ্যোগে নক আউট ক্রিকেট টুর্নামেন্ট হয়ে গেল ৮ ফেব্রুয়ারি ভুলগেড়িয়া শিবতলা ময়দানে। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, কলকাতা ও বর্ধমান জেলার মোট ১৬টি দল যোগ দিয়েছিল।

Advertisement
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০০:৫৫
Share:

ঘোড়াঘাটায় জিতল বাগনান পানিত্রাস ক্রিকেট ক্লাব

Advertisement

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

বাগনান ঘোড়াঘাটা ভুলগেড়িয়া ক্রিকেট ক্লাবের উদ্যোগে নক আউট ক্রিকেট টুর্নামেন্ট হয়ে গেল ৮ ফেব্রুয়ারি ভুলগেড়িয়া শিবতলা ময়দানে। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, কলকাতা ও বর্ধমান জেলার মোট ১৬টি দল যোগ দিয়েছিল। ফাইনালে বাগনান পানিত্রাস ক্রিকেট ক্লাব বনাম ঘোড়াঘাটা অয়ন একাদশের খেলায় ঘোড়াঘাটা অয়ন একাদশ ৯ ওভারে ১১১ রান তোলে। এর উত্তরে বাগনান পানিত্রাস ক্রিকেট ক্লাব ৮ ওভারে ১১২ রান তুলে জয়ী হয়। ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট হন ঘোড়াঘাটা অয়ন একাদশের খেলোয়াড় অর্ধেন্দু মাইতি। খেলাটি পরিচালনা করেন আম্পায়ার বিবেকানন্দ ঘোষ।

Advertisement

অনূর্ধ্ব ১৩ ফুটবলে জয়ী গুজারপুর অ্যাকাডেমি

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

হাওড়া শ্যামপুর থানা স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং নাউল ক্রীড়াচক্রের পরিচালনায় অনূর্ধ্ব ১৩ ফুটবল লিগ প্রতিযোগিতার ফাইনাল হয়ে গেল ৮ ফেব্রুয়ারি, রবিবার শ্যামপুর নাকোল ফুটবল মাঠে। প্রতিযোগিতায় চারটি দল যোগ দিয়েছিল। ফাইনালে গুজারপুর ফুটবল অ্যাকাদেমি বনাম বৈদ্যপুর ব্যায়াম সমিতির খেলায় গুজারপুর অ্যাকাডেমি ২-১ গোলে জয়লাভ করে। ম্যান অফ দ্য টুর্নামেন্ট হন বৈদ্যপুর ব্যায়াম সমিতির খেলোয়াড় শান্তনু মাজি। খেলাটি পরিচালনা করেন রেফারি প্রভাস রায়। খেলার উদ্বোধন করেন শ্যামপুর থানা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রশান্ত খড়দ্দার।

সাঁকরাইলে চ্যাম্পিয়ন ডানকুনি লাভার ডট কম

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

হাওড়া সাঁকরাইলে অমর সংঘের উদ্যোগে দিবারাত্র নক আউট ফুটবল হয়ে গেল ৮ ফেব্রুয়ারি। প্রতিযোগিতায় হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও কলকাতার মোট ১৬টি দল যোগ দেয়। ফাইনালে সাঁকরাইল আমরা ফুটবল প্রেমী বনাম হুগলির ডানকুনি লাভার ডট কম-এর মধ্যে খেলায় টাইব্রেকারে ডানকুনি লাভার ডট কম ৩-২ গোলে জয় লাভ করে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন ডানকুনি লাভার ডট কম-এর খেলোয়াড় সন্দীপ গুরুং। ম্যান অব দ্য টুর্নামেন্ট হন সাঁকরাইল আমরা ফুটবল প্রেমীর খেলোয়াড় তুষার বাগানী। খেলাটি পরিচালনা করেন রেফারি রণজিৎ বসু। খেলা উদ্বোধন করেন অমর সংঘের ক্রীড়া সম্পাদক শম্ভুনাথ চক্রবর্তী।

বাষিক ক্রীড়া

সম্প্রতি উত্তরপাড়া গভর্নমেন্ট হাউজিংয়ের ২৩ তম বাষিক ক্রীড়া অনুষ্ঠিত হয়ে গেল নিজস্ব মাঠে। ওই ক্রীড়া প্রতিযোগিতায় যোগ দিয়েছিল ৩৫০ জন প্রতিযোগী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement