নক আউট ফুটবলে চ্যাম্পিয়ন পাণ্ডুয়া ফুটবল অ্যাকাডেমি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
পাণ্ডুয়া ফুটবল অ্যাকাডেমির উদ্যোগে নকআউট ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল। ওই অ্যাকাডেমিই চ্যাম্পিয়ন হয়। গত ৪ জানুয়ারি আটদলীয় ওই প্রতিযোগিতা শুরু হয় পাণ্ডুয়া ফুটবল ময়দানে। সম্প্রতি ফাইনালে পাণ্ডুয়া ফুটবল অ্যাকাডেমির মুখোমুখি হয় মেমারির জয়দীপ একাদশ। নির্ধারিত সময় গোলশূণ্য অবস্থায় শেষ হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে পাণ্ডুয়ার দলটি ৩-১ গোলের ব্যবধানে জেতে। বিজয়ী দলকে দেওয়া হয় বিজয়কৃষ্ণ সাঁইয়ের নামাঙ্কিত ট্রফি। রানার্স জয়দীপ একাদশ পেয়েছে সন্ধ্যারানী চন্দ্র রানার্স ট্রফি। ফাইনাল দেখতে উপস্থিত ছিলেন ফুটবলার রহিম নবি, সাংসদ রত্না দে নাগ, রাজ্যের পরিষদীয় সচিব তপন দাশগুপ্ত প্রমুখ।
হরিপালে ফুটবলে জয়ী ভদ্রেশ্বরের দল
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
হরিপাল ব্লকের মোহনবাটী গ্রামে সম্প্রতি ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল স্থানীয় শীতলা স্মৃতি সঙ্ঘের উদ্যোগে। আটটি দল তাতে যোগদান করে। ফাইনালে চাঁপাডাঙা ফুটবল ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভদ্রেশ্বর ফুটবল কোচিং সেন্টার। ভদ্রেশ্বরের দলটি ২-০ গোলে জেতে। দল হারলেও চাঁপাডাঙার তাপস কোলে ম্যান অব দ্য ফাইনাল হন। ম্যান অব দ্য টুর্নামেন্ট চ্যাম্পিয়ন দলের শেখ আরিফ। ফাইনালে উপস্থিত ছিলেন স্থানীয় বিডিও নির্মল দাস, পঞ্চায়েত প্রধান রত্না গায়েন প্রমুখ।
চ্যাম্পিয়ন চন্দ্রভাগা কোচিং ক্যাম্প
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
শ্যামপুরের গুজারপুর অ্যাথলেটিক স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথম বর্ষ নক-আউট ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বাগনানের চন্দ্রভাগা কোচিং ক্যাম্প। গত ১ ফেব্রুয়ারি গুজারপুর ফুটবল ময়দানে আয়োজিত ফাইনালে তারা ৩-০ গোলে হারিয়ে দেয় ফুলেশ্বর রকস্টার ক্লাবকে। ম্যান অব দ্য ম্যাচ লাল মহম্মদ, ম্যান অব দ্য টুর্নামেন্ট শেখ সালাম আলি। দু’জনেই চন্দ্রভাগার খেলোয়াড়। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা ও বর্ধমান থেকে ১৬টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলা পরিচালনা করেন সমীরণ গঙ্গোপাধ্যায়।
বিদ্যালয় ক্রীড়া
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
তিন দিন ধরে বাগনানের সন্তোষপুর শ্রীগৌরাঙ্গ বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়া হয়ে গেল। গত ২৯ থেকে ৩১ জানুয়ারি ওই স্কুলের মাঠেই ক্রীড়ানুষ্ঠান হয়। দৌড়, জাম্প-সহ ২১টি ইভেন্ট ছিল। শিক্ষক-শিক্ষিকাদের জন্যও উইকেটে বল ছোড়ার প্রতিযোগিতা ছিল। ভদ্রেশ্বরের ইউনাইটেড অ্যাথলেটিক ক্লাবের ১৯ তম আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতা। ৭ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি, চাঁপদানি।