বাউড়িয়ায় ফুটবল
‘বাউড়িয়া থানা সংহতি কাপ’ ফুটবলে চ্যাম্পিয়ন হল উজ্জ্বল সঙ্ঘ। রবিবার ডিপোর মাঠে ফাইনালে তারা ১-০ গোলে হারিয়ে দেয় নুর স্পোর্টিং ক্লাবকে। প্রথমার্ধে গোলটি করেন ভাইচুং। বাউড়িয়া থানা এবং হাওড়া গ্রামীণ পুলিশের উদ্যোগে ১৬ দলের এই প্রতিযোগিতা শুরু হয়েছিল শুক্রবার। ফাইনাল দেখতে মাঠে উপস্থিত ছিলেন কারামন্ত্রী হায়দার আজিজ সফি, সাংসদ সুলতান আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্র চক্রবর্তী, এসডিপিও (উলুবেড়িয়া) শ্যামল সামন্ত প্রমুখ। এ দিনই উলুবেড়িয়া থানার উদ্যোগে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। তাতে ১০০ জন সামিল হন।
জিতল আইসিআই
সিএবি পরিচালিত অম্বর রায় প্রতিযোগিতার অনূর্ধ ১৪ বিভাগে জিতল আইসিআই। শনিবার হুগলির মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের মাঠে তারা হারায় বাগনান ক্রিকেট কোচিং সেন্টারের। মানকুণ্ডু স্পোর্টিংয়ের কর্মকর্তারা জানান, সিএবি পরিচালিত ওই প্রতিযোগিতার অনূর্ধ ১৪ এবং অনূর্ধ ১৭ বিভাগের প্রাথমিক পর্যায়ের খেলা ওই মাঠে চলছে গত ৬ জানুয়ারি থেকে। চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
ক্রীড়া প্রতিযোগিতা
শ্রীরামপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে রবিবার বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হল ঋষি বঙ্কিম সরণীর একটি মাঠে। কমিটির সভাপতি গিরিধারী সাহা জানান, দৌড়, উইকেটে বল ছোড়া, শর্টপাট, বৃদ্ধ-বৃদ্ধাদের হাঁটা-সহ ২৩টি ইভেন্ট ছিল। উপস্থিত ছিলেন শ্রীরামপুরের আইসি প্রিয়ব্রত বক্সি, পুরপ্রধান অমিয় মুখোপাধ্যায় প্রমুখ।