কোন্নগরে শিল্পী-সংবর্ধনা
শিক্ষকের সঙ্গীত জীবনের পঞ্চাশ বছরকে স্মরণীয় রাখতে অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তাঁর শিক্ষার্থীরা। শিল্পী ও সুরকার সলিল দাসের সম্মানে ২৫ জানুয়ারি কোন্নগরের সুরপঞ্চম সঙ্গীত বিদ্যালয়ে ছিল ওই অনুষ্ঠান। ঘড়ি, শাল, উত্তরীয় দিয়ে সলিলবাবুকে সম্মানীত করা হয়। মানপত্র দেওয়া হয়। সেটি পড়ে শোনান সুরপঞ্চমের যাত্রা ও নাটকের পরিচালক প্রাণেশ চক্রবর্তী। আয়োজন করা হয়েছিল গানবাজনার। বিদ্যালয়ের সম্পাদক চায়না দাস জানান, সলিলবাবুর সুরে গান গেয়েছেন মান্না দে, পণ্ডিত অজয় চক্রবর্তী, অমৃক সিংহ অরোরা-সহ বহু নামী শিল্পী।
বাউড়িয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান
বাউড়িয়া পূর্ব বুড়িখালি সুরাঞ্জলী মিউজিক কলেজের উদ্যোগে ২০ তম বাত্সরিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল শিবকালী মন্দির প্রাঙ্গণে। রবীন্দ্রসঙ্গীত, নৃত্যনাট্য, আবৃত্তি, রবীন্দ্র ও কথ্বক নৃত্য পরিবেশন করে কলেজের ছাত্রছাত্রীরা। এ ছাড়া ছিল অঙ্কন প্রতিযোগিতা। যোগ দয়েছিল ৯০ জন প্রতিযোগী।
• পাঁচলা দেউলপুর হাইস্কুলে সরস্বতী পুজো উপলক্ষে প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
ছিল ক্রীড়া প্রতিযোগিতাও। মোট ৩৯০ জন ছাত্রছাত্রী যোগ দিয়েছিল।
• উচ্চাঙ্গ সঙ্গীত সন্ধ্যা। উদ্যোক্তা— শ্রীরামপুরের নিবেদন। ৮ ফেব্রুয়ারি বিকেল ৫টায় শহরের রবীন্দ্রভবনে।
• আমতা ঘোষপুর ব্রাহ্মণ পাড়ার উদ্যোগে তিনদিন ব্যাপী বাত্সরিক ক্রীড়া প্রতিযোগিতা ও অনুষ্ঠান হয়ে গেল ঘোষপুর কালীমন্দির প্রাঙ্গণে।
• সম্প্রতি রঘুদেববাটি সাথী সমিতির উদ্যোগে পাওয়ার বল প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে রঘুদেববাটি ইয়ং স্টার ক্লাব।