অটোচালকদের সঙ্গে বাসচালকদের গণ্ডগোলে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। গত শুক্রবার থেকে বাগনান-শ্যামপুর রুটে বন্ধ জেএনএনআরইউএম প্রকল্পের বাস চলাচল। অভিযোগ, ওই দিন সকালে অটোচালকেরা একটি বাসের কন্ডাক্টরকে মারধর করে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন অন্য বাসচালক ও খালাসিরা।
বাসমালিক সংগঠন সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার সকালে শ্যামপুর থেকে বাগনানের উদ্দেশে একটি বাস ছাড়ে। সেই সময় বাসের আগে কয়েকটি অটোও শ্যামপুর ছেড়ে আসে। এর ফলে বাসে যাত্রী না হওয়ায় চালক, খালাসির সঙ্গে অটোচালকদের বচসা বাধে। বাগনানে এসে অটোচালকেরা সঞ্জয় মাহাতো নামে ওই বাসের খালাসিকে বেধড়ক মারধর করে। বাসচালকদের পক্ষ থেকে বিষয়টি জানানো হয় বাগনান থানায়। কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। আতঙ্কিত বাসচালকেরা এর পর ওই রুটে বাস চালানো বন্ধ করে দেন। তাঁদের দাবি, তাঁরা নিরাপত্তার অভাব বোধ করছেন। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা না নিলে তাঁরা বাস চালাবেন না। তাঁদের আরও অভিযোগ, ছোট গাড়ির দাপটে তাদের লোকসান হচ্ছে। বাস উঠে যেতে বসেছে। যদিও খালাসিকে মারধর নিয়ে অটোচালকদের তরফে কেউ মুখ খুলতে চাননি।
এ দিকে বাস বন্ধ থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। তাঁদের অভিযোগ, বাস বন্ধ থাকার সুযোগ নিয়ে অন্য যানবাহন অনেক বেশি ভাড়া নিচ্ছে। বেশি ভাড়া দেওয়ার পাশাপাশি কম যানবাহন থাকার জন্য বাধ্য হয়ে তাঁদের ম্যাজিক গাড়ির ছাদে চেপে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। তাঁদের দাবি, পুলিশ-প্রশাসন অবিলম্বে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করে বাস চলাচল যাতে স্বাভাবিক হয় সে জন্য ব্যবস্থা নিক।
উলুবেড়িয়ার মহকুমা পুলিশ আধিকারিক শ্যামল সামন্ত জানান, এ বিষয়ে তাঁর কিছু জানা নেই। তবে খোঁজ নিয়ে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।